ইন্দাসইন্ড ব্যাঙ্কের হিসাবের খাতায় গরমিল। ছবি: রয়টার্স।
চলতি মাসের শুরুতেই সামনে এসেছে ইন্দাসইন্ড ব্যাঙ্কের হিসাবের খাতায় গরমিলের ঘটনা। এতে জড়িত ২০০০ কোটি টাকারও বেশি। দু’টি আলাদা সূত্রের খবর, এর কারণ খুঁজতে এবং হিসাবের খাতা ফরেন্সিক পরীক্ষা করে দেখতে অডিট সংস্থা গ্রান্ট থর্নটনকে নিয়োগ করেছে বেসরকারি ব্যাঙ্কটি।
ওই সূত্র জানাচ্ছে, এই ঘটনায় ইচ্ছাকৃত ভাবে অনিয়ম বা জালিয়াতি হয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায় কি না এবং গেলে কী ভাবে, তা-ও বিবেচনা করবে তারা। পরীক্ষা করে দেখবে সমস্ত ডেরিভেটিভ চুক্তির হিসাবও। যদিও এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি ইন্দাসইন্ড এবং গ্রান্ট থর্নটন।