প্রতীকী ছবি
আগামী সপ্তাহে শুরু সংসদের বাদল অধিবেশনে মোদী সরকার ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল পেশ করতে চাইছে। যদিও বিষয়টিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। সরকারি সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মালিকানায় সরকারের অংশীদারি ন্যূনতম ৫১% থেকে কমিয়ে ২৬% করা হবে। বিক্রি হবে হাতে গোনা কয়েকটি বাদে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই। এর রাস্তা তৈরি করতেই বিল আনার তোড়জোড়। অর্থ মন্ত্রকের খসড়া তৈরি। এখন অপেক্ষা আইন মন্ত্রকের মতামতের।
কেন্দ্র গত বছরই দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের লক্ষ্য নিয়েছিল। কিন্তু শেয়ার বাজারের পরিস্থিতি, উত্তরপ্রদেশের ভোট, ব্যাঙ্ক কর্মীদের বিরোধিতার কারণে এগোতে পারেনি। যদিও রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলি বেসরকারিকরণের বিল পাশ করিয়েছিল। তাতে সরকারের হাতে সেগুলির অন্তত ৫১% অংশীদারি রাখার শর্ত তুলে নেওয়া হয়। ব্যাঙ্কের ক্ষেত্রেও লক্ষ্য সেটাই। সূত্রের খবর, প্রাথমিক তালিকায় নাম রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্কের।
সোমবার, ১৮ জুলাই অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন। খবর, মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর আইন তৈরির বিল, ডোপিং বিরোধী বিল, জৈব বৈচিত্র্য বিল, মধ্যস্থতা বিল, গণবিধ্বংসী অস্ত্র আইনের সংশোধনী বিলও কর্মসূচির তালিকায় রয়েছে।