সোনার দর কমতির দিকে। ছবি: পিক্সঅ্যাবে।
গত কয়েকদিন ধরে এক ভাবে কমে চলেছে সোনার দাম। অগস্ট মাসে কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম উঠেছিল ৬০,৪৪০ টাকা। সেটাই কমে এখন ৫৮ হাজারের আশপাশে। শুক্রবার কলকাতায় প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৫৮,৮০০ টাকা। গয়নার সোনা অর্থাৎ ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৫৩,৬৫০ টাকা।
কতটা কমেছে দাম? হিসাব বলছে, গত ২০ সেপ্টেম্বর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬০,২৩০ টাকা। অর্থাৎ শেষ ন’দিনে কমেছে ১,৭০০ টাকা। আবার ২০ সেপ্টেম্বর ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৫,৫২০ টাকা। ন’দিনে কমেছে ১,৮৭০ টাকা।
ভারতে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। আবার চাহিদা অনুযায়ী দাম হয়। এখন সোনার চাহিদা তুলনায় কম। সেই তুলনায় জোগান বেশি হওয়াতেই দাম কমতির দিকে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এটাই সোনায় বিনিয়োগের সোনালি সময়। কয়েক দিন আগেই সরকারি প্রকল্প সভেরেইন গোল্ড বন্ডে অনেকে বিনিয়োগ করেছেন। সেই সময় পার হয়ে গিয়েছে। যাঁরা বন্ডে সোনা কেনেননি তাঁরা বিনিয়োগ করতে পারেন এখন। কারণ দাম কমেছে সোনার। যার ফলে যাঁরা কাগুজে সোনার বদলে সোনার গয়না বা সোনার বিস্কুট কিনতে চান তাঁরাও বিনিয়োগের কথা ভাবতে পারেন।