সোনার গয়না। — ফাইল চিত্র।
বহু দিন পরে একটু স্বস্তি। শুক্রবার ১০ গ্রাম পাকা সোনার দাম নেমেছে ৫০ হাজার টাকার নীচে। কলকাতায় তা হয়েছে ৪৯,৮০০ টাকা। গয়নার সোনা ৪৭,২৫০ টাকা। ক্রেতাদের একাংশের দাবি, এই দামও যথেষ্ট উঁচু। অন্য অংশ অবশ্য ঝুঁকি নিতে নারাজ। তড়িঘড়ি গয়না কিনে রাখার পক্ষপাতী তাঁরা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এঁদের অনেকেই বিয়ের গয়নার খদ্দের। শনিবার বিশ্বকর্মা পুজোয় সোনাপট্টি বন্ধ ছিল। আজ, সোমবার দাম আরও কমে কি না, সেই দিকেই চোখ সকলের।
গয়না ব্যবসায়ীদের সংগঠন অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান আশিস পেথের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম নামাই এর কারণ। সঙ্গী আমেরিকায় সুদ বৃদ্ধির সম্ভাবনা। এতে ইল্ড বাড়ায় বন্ড বাজার চাঙ্গা। দাম বাড়ছে ডলারেরও। ফলে বহু লগ্নি সেগুলিতে সরছে। চাহিদা কমায় দাম কমছে সোনার।
স্বর্ণ শিল্পের দাবি, দাম ৫০ হাজারের দিকে নামতেই ভিড় বেড়েছে। সকলে যে কিনছেন এমন নয়। দাম আরও কমবে কি না, বুঝতে চাইছেন। তবে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, বিক্রি বাড়ছে। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারের অবশ্য আক্ষেপ, ক্রেতারা খোঁজ নিলেও বিক্রি তেমন বাড়েনি। কারণ, তাঁদের ধারণা দাম আরও কমবে।