Gold Price in Kolkata

নতুন শিখরে সোনা ও শেয়ার

বুধবার ৮৫ হাজার পেরিয়ে থেমেছিল সেনসেক্স। এ দিন ৬৬৬.২৫ পয়েন্ট উঠে এই প্রথম ৮৫,৮৩৬.১২ অঙ্কে থিতু হল। লেনদেন চলাকালীন ৮৫,৯৩০.৪৩ ছুঁয়ে সর্বকালীন উচ্চতার নজিরও গড়েছে সূচকটি। নিফ্‌টি জয় করেছে ২৬,২১৬.০৫-এর নতুন শৃঙ্গ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪০
Share:

—প্রতীকী ছবি।

সোনার দাম এবং শেয়ার বাজার— লগ্নির দুই মাধ্যম উচ্চতার নজির গড়েছিল বুধবার। বৃহস্পতিবার দু’টিই আরও উঠে নতুন শিখরে পা রাখল।

Advertisement

এই দিন ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) প্রথম বার ৭৬ হাজারের মাইলফলক পার করেছে। দাম হয়েছে ৭৬,১০০ টাকা। জিএসটি ধরে ৭৮ হাজারেরও বেশি। ফলে নজিরবিহীন উচ্চতা ছুঁয়েছে হলমার্ক গয়নার দামও।

বুধবার ৮৫ হাজার পেরিয়ে থেমেছিল সেনসেক্স। এ দিন ৬৬৬.২৫ পয়েন্ট উঠে এই প্রথম ৮৫,৮৩৬.১২ অঙ্কে থিতু হল। লেনদেন চলাকালীন ৮৫,৯৩০.৪৩ ছুঁয়ে সর্বকালীন উচ্চতার নজিরও গড়েছে সূচকটি। নিফ্‌টি জয় করেছে ২৬,২১৬.০৫-এর নতুন শৃঙ্গ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement