—প্রতীকী ছবি।
সোনার দাম এবং শেয়ার বাজার— লগ্নির দুই মাধ্যম উচ্চতার নজির গড়েছিল বুধবার। বৃহস্পতিবার দু’টিই আরও উঠে নতুন শিখরে পা রাখল।
এই দিন ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) প্রথম বার ৭৬ হাজারের মাইলফলক পার করেছে। দাম হয়েছে ৭৬,১০০ টাকা। জিএসটি ধরে ৭৮ হাজারেরও বেশি। ফলে নজিরবিহীন উচ্চতা ছুঁয়েছে হলমার্ক গয়নার দামও।
বুধবার ৮৫ হাজার পেরিয়ে থেমেছিল সেনসেক্স। এ দিন ৬৬৬.২৫ পয়েন্ট উঠে এই প্রথম ৮৫,৮৩৬.১২ অঙ্কে থিতু হল। লেনদেন চলাকালীন ৮৫,৯৩০.৪৩ ছুঁয়ে সর্বকালীন উচ্চতার নজিরও গড়েছে সূচকটি। নিফ্টি জয় করেছে ২৬,২১৬.০৫-এর নতুন শৃঙ্গ।