ঘাটতি নিয়ে বার্তা গীতার

বিশ্ব অর্থনীতি নিয়ে গোপীনাথের বার্তা, চিন-মার্কিন শুল্ক যুদ্ধের জেরে ধাক্কা খাবে তার বৃদ্ধি। ইতিমধ্যেই আইএমএফের পূর্বাভাসে তা নামানো হয়েছে ৩ শতাংশে। বিশ্বজোড়া মন্দার পরে যা সব থেকে কম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৮
Share:

গীতা গোপীনাথ।

ভারতের রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) মুখ্য অর্থনীতিবিদ, ভারতীয় বংশোদ্ভূত গীতা গোপীনাথ। কর আদায় কমায় এবং অর্থনীতি চাঙ্গা করতে কর্পোরেট ছাড়-সহ কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপে খরচ বাড়ায় যে ঘাটতি বেলাগাম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবে আগামী দিনে ভারতে রাজস্ব আয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি। দেশের আর্থিক সঙ্কট মোকাবিলায় অর্থমন্ত্রীর সাম্প্রতিক পদক্ষেপগুলিরও প্রশংসা করেছেন। সঙ্গে জুড়েছেন সতর্ক বার্তা, ঘুরে দাঁড়াতে আরও অনেক পদক্ষেপ করতে হবে। রাজকোষ ঘাটতিকে নিয়ন্ত্রণে রেখেই। দেশের আর্থিক অগ্রগতির পথে প্রধান বাধাগুলির অন্যতম একটি হিসেবে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থাগুলির (এনবিএফসি) সমস্যার কথাও উল্লেখ করেন তিনি।

Advertisement

বিশ্ব অর্থনীতি নিয়ে গোপীনাথের বার্তা, চিন-মার্কিন শুল্ক যুদ্ধের জেরে ধাক্কা খাবে তার বৃদ্ধি। ইতিমধ্যেই আইএমএফের পূর্বাভাসে তা নামানো হয়েছে ৩ শতাংশে। বিশ্বজোড়া মন্দার পরে যা সব থেকে কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement