চাহিদার ধাক্কা জেনারেটর তৈরির শিল্পেও

নোট বাতিলের চোটে গোড়ায় ধাক্কা খেয়েছিল ছোট ও ‘পোর্টেব্‌ল’ ডিজেল জেনারেটর বিক্রি। এ মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চলতি অর্থবর্ষে ডিজেল জেনারেটর তৈরির শিল্পে উৎপাদন বৃদ্ধির হার ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ০১:৫১
Share:

নোট বাতিলের চোটে গোড়ায় ধাক্কা খেয়েছিল ছোট ও ‘পোর্টেব্‌ল’ ডিজেল জেনারেটর বিক্রি। এ মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চলতি অর্থবর্ষে ডিজেল জেনারেটর তৈরির শিল্পে উৎপাদন বৃদ্ধির হার ১০% থেকে কমে ৮% হবে বলেই মনে করছেন এই শিল্পের অন্যতম সংস্থা কির্লোস্কর অয়েল ইঞ্জিন্স-এর ভাইস প্রেসিডেন্ট তথা বিজনেস-হেড সঞ্জীব এম নিমকর।

Advertisement

২ থেকে ৩০ কেভিএ ক্ষমতার এই জেনারেটরগুলি ছোট ও খুচরো ব্যবসা, শো-রুম, ছোট ও মাঝারি আবাসন ও বাণিজ্যিক ভবনে ব্যবহৃত হয়। নোট বাতিলের পরপরই তারা এই জেনারেটর কেনার পরিকল্পনা স্থগিত রাখায় সংস্থার ব্যবসা ২০-২৫% কমে। যদিও নিমকরের দাবি, ‘‘এ ব্যবসার সুবিধা হল বিক্রি বাতিল হয় না। কিছু দিনের জন্য ক্রেতা তা স্থগিত রাখেন। নগদের জোগান বাড়লে ফের চাহিদা বাড়বে। গত মাসের চেয়ে এ মাসে যেমন অবস্থা একটু ভাল হয়েছে।’’ বেশি ক্ষমতার ৩টি নতুন জেনারেটর বাজারে আনতে সম্প্রতি কলকাতা এসেছিলেন তিনি। শিল্পের বৃদ্ধি কমলেও কির্লোস্করের ব্যবসা বৃদ্ধির হার অন্তত ১০% হবে বলে দাবি তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement