মন্দ সময় পেরিয়েছে তেল, দাবি কেন্দ্রের

কুমারের মতে, মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও চড়া তেল বা খাদ্যপণ্যের দরের তেমন প্রভাব নেই। সরবরাহ বাড়লে, বরং তা কমতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৫:৩৮
Share:

তেলের চড়া দাম নিয়ে সব চেয়ে খারাপ সময় পেরিয়ে গিয়েছে বলেই মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। রবিবার তিনি বলেন, তেলের দাম মাঝে বাড়লেও, এখন তাতে স্থিতাবস্থা রয়েছে। অদূর ভবিষ্যতে দাম লাফিয়ে বাড়ার সম্ভাবনা তেমন নেই। তাঁর দাবি, আগাম লেনদেনের
বাজারে আগামী ছ’মাসের দর থেকে স্পষ্ট যে, তা সামান্য কমেছে। আর যে দাম বাড়ছে না, সেটা স্বস্তির।

Advertisement

উল্লেখ্য, ৩৬ দিনের বিরতির পরে ৫ জুলাই থেকে ফের বাড়ছে পেট্রল, ডিজেলের দাম। মাঝে মাঝে স্থিতাবস্থা থাকলেও, তা মোটের উপরে ঊর্ধ্বমুখী। সোমবার কলকাতায় ১০ পয়সা কমে লিটারে ৭৯.৫১ টাকা হলেও, পেট্রলের দাম যথেষ্ট চড়া। সর্বকালীন উচ্চতা থেকে কয়েক পয়সা দূরে ডিজেলও (সোমবার কলকাতায় তা ১৩ পয়সা
কমে হয়েছে ৭১.০৩ টাকা)।

কুমারের মতে, মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও চড়া তেল বা খাদ্যপণ্যের দরের তেমন প্রভাব নেই। সরবরাহ বাড়লে, বরং তা কমতে পারে। ফলে দেশের অর্থনীতি শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে। এই অবস্থায় বেসরকারি লগ্নি ততটা না এলেও, চলতি অর্থবর্ষে বৃদ্ধি ৭-৭.৫% হবে বলেও তাঁর মত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement