Vibrant Gujrat

গুজরাতে লগ্নির বার্তা শিল্পপতিদের

আজ গুজরাতে ৩৫,০০০ কোটি টাকা লগ্নিতে দ্বিতীয় কারখানা গড়ার কথা ঘোষণা করেন মারুতি-সুজ়ুকির প্রেসিডেন্ট তোশিহিরো সুজ়ুকি। জানান, ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি আনবেন বছর শেষেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ০৯:০৯
Share:

ভাইব্র্যান্ট গুজরাতে মারুতি-সুজ়ুকির প্রেসিডেন্ট তোশিহিরো সুজ়ুকি। ছবি: পিটিআই।

তিন দিনের শিল্প সম্মেলন ভাইব্র্যান্ট গুজরাত শুরু হল বুধবার। আর প্রথম দিনেই নরেন্দ্র মোদীর রাজ্যে লগ্নির ঝুলি উপুড় করার বার্তা দিলেন গৌতম আদানি থেকে মুকেশ অম্বানী-সহ তাবড় শিল্পপতিরা। রাজ্যটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে লগ্নির কথা জানিয়েছে টাটা গোষ্ঠী, মারুতি-সুজ়ুকি, আর্সেলরমিত্তলের মতো সংস্থাও।

Advertisement

আজ গুজরাতে ৩৫,০০০ কোটি টাকা লগ্নিতে দ্বিতীয় কারখানা গড়ার কথা ঘোষণা করেন মারুতি-সুজ়ুকির প্রেসিডেন্ট তোশিহিরো সুজ়ুকি। জানান, ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি আনবেন বছর শেষেই। পাশাপাশি, গোবর থেকে জৈব গ্যাস, প্রাকৃতিক গ্যাস, জৈব ইথানল, গ্রিন হাইড্রোজেন তৈরির পথেও হাঁটবেন তাঁরা। টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরন বলেন,দু’মাসে সানন্দে ২০ গিগাওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি কারখানার কাজ চালু হবে। এ বছর সেমিকনডাক্টর ক্ষেত্রেও উৎপাদন শুরুর আশা।

সম্মেলনে বিকল্প শক্তিতে জোর দিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, রিলায়্যান্সের কর্ণধার মুকেশ অম্বানী, আর্সেলরের লক্ষ্মী মিত্তল প্রমুখ। পাঁচ বছরে রাজ্যটিতে ২ লক্ষ কোটি টাকা ঢালার কথা ঘোষণা করে আদানি বলেন, কচ্ছে ৭২৫ বর্গ কিমি জুড়ে ৩০ গিগাওয়াট উৎপাদন ক্ষমতার গ্রিন এনার্জি পার্ক তৈরি করছেন। কাজ পাবেন ১ লক্ষ জন। ওয়েলস্পানও হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়ায় ঢালবে ৪০,০০০ কোটি।

Advertisement

হাজিরায় ২০২৯ সালের মধ্যে ২.৪ কোটি টনের ইস্পাত কারখানা গড়ার পাশাপাশি বিকল্প বিদ্যুৎ এবং গ্রিন হাইড্রোজেনেও আগ্রহী আর্সেলর। মুকেশের বার্তা, জামনগরে ৫০০০ একরে ধীরুভাই অম্বানী গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্সে চলতি বছরের দ্বিতীয়ার্ধেই উৎপাদন শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement