প্রতীকী ছবি।
অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র ফের আর্থিক দাওয়াই ঘোষণা করুক, চান না রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান। তাঁর মতে, অবস্থার উন্নতির লক্ষ্যে যে সব পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে তারা, আগে তা রূপায়ণের জন্য খরচ করা জরুরি। সেটা সারা হলে ত্রাণ এনে রাজকোষ ঘাটতি বাড়ানো যেতে পারে।
সম্প্রতি আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ বলেছেন, শীঘ্রই নতুন দাওয়াই ঘোষণা করবেন অর্থমন্ত্রী। জালানের মতে, ‘‘প্রকল্প তো আছেই। ফের ঘাটতি বাড়ানোর আগে ঘোষিত ও রূপায়িত প্রকল্পগুলিতে খরচ করা বেশি জরুরি।’’ তাঁর বার্তা, কেন্দ্রের ভাল নীতিগুলি দ্রুত কার্যকর করতে হবে।