বিদেশি মুদ্রার লেনদেন ঘাটতি তলানিতে

বিদেশি মুদ্রা লেনদেনে ঘাটতি এক ঝটকায় কমে দাঁড়িয়েছে ৩০ কোটি ডলার (২,০১০ কোটি টাকা), যা জাতীয় আয়ের মাত্র ০.১%। চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের জন্য তা এই তলানি ছুঁয়েছে বলে আজ রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যানে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৯
Share:

বিদেশি মুদ্রা লেনদেনে ঘাটতি এক ঝটকায় কমে দাঁড়িয়েছে ৩০ কোটি ডলার (২,০১০ কোটি টাকা), যা জাতীয় আয়ের মাত্র ০.১%। চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের জন্য তা এই তলানি ছুঁয়েছে বলে আজ রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যানে জানানো হয়েছে। আমদানি ১১.৫% কমার জেরেই এই ঘাটতি নেমে এসেছে বলেও জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। রফতানি কমেছে ২.১%।

Advertisement

এক বছর আগে এই সময়ে চলতি খাতে বিদেশি মুদ্রার লেনদেন ঘাটতি ছিল জাতীয় আয়ের ১.২ শতাংশে। এক সময়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে ঘাটতি ছুঁয়েছিল জাতীয় আয়ের ৬.৭ শতাংশে। টাকার সাপেক্ষে রেকর্ড উচ্চতায় উঠে যায় ডলার। ডলার বাঁচাতে আমদানি শুল্ক বৃদ্ধির সঙ্গেই কেন্দ্র রাশ টানে বিদেশ থেকে সোনা-রুপো আমদানিতে।

ঘাটতি যে কমতে চলেছে, এমনকী তা যে মুছে যেতেও পারে, গত সপ্তাহেই সেই ইঙ্গিত দেন বিশেষজ্ঞরা। কিন্তু তা পুরোপুরি সুখের হবে না বলেও যুক্তি দেন তাঁরা। কারণ, তাঁদের মতে এটা শিল্পে লগ্নি কমারই লক্ষণ, যার জেরে তলানিতে নামতে পারে কাঁচা মাল ও যন্ত্রপাতি আমদানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement