Dharmendra Pradhan

প্রাকৃতিক গ্যাসে চোখ রেখে বিনিয়োগে জোর

ভারত পেট্রোলিয়ামকে বিক্রি করার জন্য ইচ্ছাপত্র জমা নেওয়ার কাজ শেষ করেছে কেন্দ্র। প্রধান এ দিন জানিয়েছেন, সম্ভবত তিনটি ইচ্ছাপত্র জমা পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০৪:৩০
Share:

পেট্রোলিয়াম ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফাইল চিত্র।

দূষণমুক্ত কিংবা কম দূষণযুক্ত জ্বালানির ব্যবহার বাড়ানোর উপরে অনেক দিন ধরেই জোর দিচ্ছে কেন্দ্র। তার জন্য নিয়েছে দীর্ঘমেয়াদি নীতি। তৈরি হচ্ছে পরিকাঠামো। সেই পরিকাঠামো নির্মাণের হাত ধরেই দেশে অন্তত ৬৬০০ কোটি ডলার (৪.৮ লক্ষ কোটি টাকা) লগ্নি হবে বলে দাবি করলেন তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে লগ্নির সময়সীমা নিয়ে কিছু বলেননি তিনি।

Advertisement

দেশের বড় ও মাঝারি শহরগুলিতে পরিষ্কার জ্বালানি পৌঁছে দিতে তৈরি হচ্ছে পাইপলাইন প্রকল্প। সেই পথে বড় অঙ্কের বিনিয়োগ আসবে, আশা মোদী সরকারের। বুধবার এক অনুষ্ঠানে প্রধান বলেন, ‘‘গ্যাস পরিকাঠামোয় ৬৬০০ কোটি ডলারের বিনিয়োগ আসতে চলেছে। গ্যাস সরবরাহের পাইপলাইন, শহরে গ্যাস সরবরাহ এবং তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল তৈরিতে ওই অর্থ ঢালা হবে।’’ ওই বিনিয়োগের হাত ধরে দেশে নতুন ১৪,৭০০ কিলোমিটার গ্যাস পাইপ তৈরি হবে বলেও জানান তিনি। এখন ১৬,৮০০ কিলোমিটার রয়েছে।

এ দিকে, ভারত পেট্রোলিয়ামকে বিক্রি করার জন্য ইচ্ছাপত্র জমা নেওয়ার কাজ শেষ করেছে কেন্দ্র। প্রধান এ দিন জানিয়েছেন, সম্ভবত তিনটি ইচ্ছাপত্র জমা পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির জন্য। বেদান্ত ইতিমধ্যেই তাদের আগ্রহের কথা জানিয়েছে। সূত্রের খবর, বাকি দু’টি হল আন্তর্জাতিক ফান্ড সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement