Airplane

ঘরোয়া উড়ানে এ বার গুনতে হবে ৩০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া

গত বছর মে মাসেই বিমানমন্ত্রক ঠিক করেছিল, ৪০ মিনিট থেকে সাড়ে ৩ ঘণ্টার যাত্রাপথগুলিকে মোট ৭টি শ্রেণিতে ভাগ করা হবে। সেই মতো প্রতিটি ক্ষেত্রেই ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২০:০১
Share:

প্রতীকী চিত্র। শাটারস্টক।

ঘরোয়া উড়ানের ভাড়া ৩০ শতাংশ পর্যন্ত বাড়ল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিভিন্ন রুটে নূন্যতম ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়ছে বিমান ভাড়া। বিমানের জ্বালানীর খরচ বাড়ার জন্যই এই ভাড়া বৃদ্ধি বলে জানানো হয়েছে।

Advertisement

ধরা যাক কোনও রুটের নূন্যতম বিমান ভাড়া সাড়ে ৩ হাজার এবং সর্বোচ্চ বিমান ভাড়া ১০ হাজার টাকা ছিল এখন সেটাই বেড়ে হচ্ছে ৩ হাজার ৯ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকা। এর সঙ্গে কর বাবদ বাড়তি খরচ যোগ হবে। তবে বিমান সংস্থাগুলিকে এখনও ২০ শতাংশ আসন সর্বোচ্চ এবং সর্বনিম্নের দামের মাঝামাঝির থেকে কমে বিক্রি করতে হবে।

বিমানসংস্থাগুলিকে আগেই বলা হয়েছিল করোনার আগে তাদের যাত্রী পরিবহণের যা ক্ষমতা ছিল তাদের তার ৮০ শতাংশ যাত্রী বহন করতে পারবে। এই নির্দেশ ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বলবত থাকবে।

Advertisement

গত বছর মে মাসেই বিমানমন্ত্রক ঠিক করেছিল, ৪০ মিনিট থেকে সাড়ে ৩ ঘণ্টার যাত্রাপথগুলিকে মোট ৭টি শ্রেণিতে ভাগ করা হবে। সেই মতো প্রতিটি ক্ষেত্রেই ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement