প্রতীকী ছবি।
পরিকাঠামো ক্ষেত্রে যথারীতি সঙ্কোচন। আরও চওড়া রাজকোষ ঘাটতি। তা সত্ত্বেও এই দুই সংখ্যা কিছুটা স্বস্তি দিচ্ছে কেন্দ্রকে।
বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছে, সেপ্টেম্বরে আটটি প্রধান পরিকাঠামো ক্ষেত্র ০.৮% সঙ্কুচিত হয়েছে। এই নিয়ে টানা সাত মাস। মূলত অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগার পণ্য এবং সিমেন্টের উৎপাদন কমার ফলেই গত মাসে সামগ্রিক পরিকাঠামোর এই সঙ্কোচন। তবে সরকারি মহলের ব্যাখ্যা, লকডাউনের পরে পরিকাঠামো যে ভাবে সঙ্কুচিত হয়েছিল তা প্রত্যাশার তুলনায় দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। গত সাত মাসে সেপ্টেম্বরের সঙ্কোচনই সবচেয়ে কম।
পাশাপাশি কেন্দ্র আরও জানিয়েছে, এপ্রিল-সেপ্টেম্বরে রাজকোষ ঘাটতি (৯.১৪ লক্ষ কোটি টাকা) ছুঁয়ে ফেলেছে বাজেট লক্ষ্যমাত্রার ১১৪.৮%। এক বছর আগে তা ৯২.৬% ছুঁয়েছিল। সরকারি মহলের যুক্তি, করোনার ফলে কর সংগ্রহ যে ভাবে কমেছে এবং খরচ যে রকম বেড়েছে তাতে এই ঘাটতির বহর আরও চড়া হবে বলে আশঙ্কা ছিল। লকডাউন শিথিল হওয়ায় গত মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে। তা আরও কতটা মাথা তোলে তার উপরেই অনেক কিছু নির্ভর করছে।
সংশ্লিষ্ট মহলের অন্য অংশ অবশ্য কিছুটা সতর্ক। তাদের বক্তব্য, করোনার আবহ পুরোপুরি কেটেছে এমন নিশ্চয়তা দেওয়ার সময় এখনও আসেনি। অতিমারির দ্বিতীয় ঢেউ সত্যিই এলে ফের পরিকাঠামো বা কর সংগ্রহের উপরে তার বিরূপ প্রভাবের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।