BSE SENSEX

সূচকের দৌড় নিয়ে সতর্কবার্তা

বাজার মহলের মতে, দেশীয় ফান্ড সংস্থাগুলির বিপুল লগ্নি অনেক দিন ধরেই ঢুকছে বাজারে। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও কখনও আসে, কখনও যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দৌড় অব্যাহত শেয়ার বাজারের। সোমবার নতুন নজির গড়ে এই প্রথম সেনসেক্স থেমেছে ৮২,৫৫৯.৮৪ অঙ্কে। টানা ১০ দিনে উঠেছে ২১৩৫.১৬ পয়েন্ট। ২৫,২৭৮.৭০-এ থিতু হয়ে রেকর্ড গড়েছে নিফ্‌টি-ও। ১৩ দিন ধরে উঠেছে মোট ১১৪০। পরিসংখ্যান বলছে, গত বছর সেপ্টেম্বরের পরে এত দিন ধরে বৃদ্ধির মুখ দেখেনি সেনসেক্স। নিফ্‌টিকেও কয়েক দশকে এমন লম্বা সময় ধরে একটানা উঠতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, এমন চলতে থাকলে সেনসেক্সের ৮৩ হাজার এবং নিফ্‌টির ২৬ হাজার পেরনো স্রেফ সময়ের অপেক্ষা। তবে বিষয়টি যে খুব স্বাস্থ্যকর নয়, সেই ইঙ্গিতও দিচ্ছেন তাঁরা। কারণ, এতে অনেক শেয়ারের দাম যুক্তিহীন ভাবে চড়ে গিয়েছে। যে কারণে ক্ষুদ্র লগ্নিকারীদের সতর্ক হয়ে চলার পরামর্শ দিচ্ছেন প্রায় সকলেই।

Advertisement

বাজার মহলের মতে, দেশীয় ফান্ড সংস্থাগুলির বিপুল লগ্নি অনেক দিন ধরেই ঢুকছে বাজারে। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও কখনও আসে, কখনও যায়। কিন্তু এই মাসে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের সুদ ছাঁটাইয়ের জোরালো সম্ভাবনা থাকায়, ভারতে এখন কার্যত হুড়মুড়িয়ে শেয়ার কিনছে তারা। সব মিলিয়ে নগদের জোগান আরও বাড়ছে সেখানে। যা বাজারে সংশোধনের পতন হতে দিচ্ছে না।

বিএনকে সিকিয়োরিটিজ়ের এমডি অজিত খণ্ডেলওয়াল বলছেন, দেশ-বিদেশ, সব দিক থেকেই জ্বালানি পাচ্ছে বাজার। তার উপরে অগস্টে জিএসটি আদায়ও ভাল হয়েছে। ফলে উৎসাহ বাড়ছে লগ্নিকারীদের। তবে তাঁর পাশাপাশি আর এক বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালও সাধারণ ক্ষুদ্র লগ্নিকারীদের সাবধানে পা ফেলার পরামর্শ দিচ্ছেন। বিনয়ের বক্তব্য, টানা উত্থানে প্রতিটি শেয়ারের দামই ভীষণ চড়ে রয়েছে। সামান্য ঘটনাতেই বড় পতন হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement