Reserve bank of India

বৃদ্ধির আশা 

বৃহস্পতিবার নিবন্ধে দাবি, প্রথম দু’টি ত্রৈমাসিকে সঙ্কুচিত হলেও তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বাড়তে পারে ০.১%।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০৩:০৯
Share:

—ফাইল চিত্র

অতিমারির ঝড় সামলে দেশের অর্থনীতি প্রত্যাশার তুলনায় দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছে কেন্দ্র। একই সুর রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং বিভিন্ন মূল্যায়ন সংস্থার। কিন্তু মূল্যবৃদ্ধির দৈত্যকে এখনই সামলানো না-গেলে চাহিদা ফের ধাক্কা খাবে না তো? উৎসবের মরসুমে বিক্রিবাটা যে ভাবে বেড়েছে, তা-ও কি বজায় থাকবে? শীর্ষ ব্যাঙ্কের সাম্প্রতিকতম নিবন্ধে অর্থনীতি নিয়ে আশা প্রকাশ করা হলেও সতর্ক করা হয়েছে এই সমস্ত অনিশ্চয়তার দিকগুলি নিয়ে।

Advertisement

বৃহস্পতিবার নিবন্ধে দাবি, প্রথম দু’টি ত্রৈমাসিকে সঙ্কুচিত হলেও তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বাড়তে পারে ০.১%। তবে এই অগ্রগতি যাতে ব্যাহত না-হয় তার জন্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোর দিতে হবে। আজ চলতি অর্থবর্ষের জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস ১১.৮% থেকে কমিয়ে ৭.৮% করেছে ইন্ডিয়া রেটিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement