রিজার্ভ ব্যাঙ্ক।
আর্থিক ভাবে পোক্ত এনবিএফসির (ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান) থেকে তাদের দেওয়া উঁচু রেটিংযুক্ত ঋণ কিনলে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে তার উপরে আংশিক সরকারি গ্যারান্টি দেওয়ার কথা বাজেটেই বলেছিলেন অর্থমন্ত্রী। এনবিএফসিতে নগদ জোগানোই যার লক্ষ্য। সেই প্রকল্পের নির্দেশিকাই জারি করল অর্থ মন্ত্রক। জানাল, এতে চলতি অর্থবর্ষে মোট ১ লক্ষ কোটি টাকার AA বা একই মানের রেটিংযুক্ত ধার কিনতে পারবে ব্যাঙ্ক। রেটিং সংস্থাকে হতে হবে রিজার্ভ ব্যাঙ্ক স্বীকৃত। ওই ধারের উপরে ছ’মাসের জন্য এককালীন আংশিক গ্যারান্টি দেবে কেন্দ্র। তা বৈধ থাকবে ঋণ কেনার দিন থেকে ২৪ মাস। গ্যারান্টি দেওয়া হবে শুধু প্রথম বার ঋণ ফেরত না পাওয়ার ক্ষেত্রে ও তার জেরে ১০% লোকসান পর্যন্ত। যে সব ঋণ গত ৩১ মার্চের মধ্যে দেওয়া হয়েছে সেগুলি পড়বে প্রকল্পটির আওতায়।
এ দিকে রিজার্ভ ব্যাঙ্ক জানাল, গৃহঋণ সংস্থা এনবিএফসি হিসেবে গণ্য হবে। আসবে তাদের নিয়ন্ত্রণে। কৃষি, ছোট শিল্পকে দিতে নথিভুক্ত এনবিএফসির নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ গণ্য হবে।