পাঠকের প্রশ্ন?

দক্ষ ও পেশাদার পরিচালকেরা ভাল ভাল সংস্থার ফান্ড প্রকল্পগুলি চালান।

Advertisement
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:১০
Share:

প্রঃ মিউচুয়াল ফান্ডে লগ্নি করতে চাই। নিরাপদ তো? ডেট, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ডাইভার্সিফায়েড ইকুইটি ফান্ড কাকে বলে? কোনটা বাছা উচিত?

Advertisement

ঋদ্ধি রায়, বীরভূম

ফান্ডের নিরাপত্তা: দক্ষ ও পেশাদার পরিচালকেরা ভাল ভাল সংস্থার ফান্ড প্রকল্পগুলি চালান। সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিয়ত নজরদারি তো আছেই। প্রকল্পও হয় নানা রকম। কোনওটা খুব সুরক্ষিত। কোনওটা আবার কম বা অনেক বেশি ঝুঁকির। নিজের ঝুঁকি বওয়ার ক্ষমতা অনুযায়ী ফান্ড বাছুন। প্রয়োজন, লক্ষ্য ও ক্ষমতা অনুযায়ী সঠিক মেয়াদের ভাল প্রকল্প কিনলে লগ্নির এই জায়গা মন্দ নয়।

Advertisement

ডেট ফান্ড: এই ফান্ডের তহবিল সরকারি ঋণপত্র, কর্পোরেট বন্ড, ব্যাঙ্কের সার্টিফিকেট অব ডিপোজিট, সংস্থা বা ব্যাঙ্কের নানা মেয়াদের ফিক্সড ডিপোজিট, ট্রেজারি বিল ইত্যাদিতে খাটানো হয়। তুলনায় নিরাপদ।

লার্জ ক্যাপ/ মিড ক্যাপ/ ফ্লেক্সি/ ডাইভার্সিফায়েড ফান্ড: সবক’টিই ইকুইটি ফান্ড। তহবিল খাটে শেয়ারে। লার্জ ক্যাপ ফান্ড লগ্নিকারীদের টাকা লাগায় বড় ও মজবুত আর্থিক ভিতের সংস্থার (লার্জ ক্যাপ সংস্থা) শেয়ারে। বাজারে যেগুলির শেয়ার মূলধনের অঙ্ক ২০ হাজার কোটি টাকার বেশি। মিড ক্যাপ সংস্থার শেয়ারে যে সব ফান্ড তহবিল খাটায় সেগুলি মিড ক্যাপ ফান্ড। এই সংস্থাগুলির শেয়ার মূলধন ৫,০০০ কোটি থেকে ২০ হাজার কোটির মধ্যে হয়। যে ফান্ডের তহবিল বিভিন্ন মাপের সংস্থার (বড়, মাঝারি, ছোট) শেয়ারে খাটে, সেগুলি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তাই ছোট, মাঝারি ও বড়— সব ধরনের সংস্থার সুবিধা নেওয়া যায় এতে লগ্নি করে। আর ডায়ভার্সিফায়েড ফান্ডের তহবিল নানা ধরনের শিল্পে শেয়ারে ছড়ানো থাকে। ফলে লগ্নির ঝুঁকি কম। ভাল-মন্দ বিচার করে এগুলির মধ্যে থেকে নিজেই ফান্ড বাছুন। পেশাদারের সাহায্যও নিতে পারেন।

পরামর্শদাতা: নীলাঞ্জন দে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement