Share Market

নাগাড়ে নজির গড়ার দৌড়েই বাড়ছে চিন্তা

বিশেষজ্ঞদের দাবি, ওষুধ তৈরির সংস্থা ফাইজ়ার ও সিরাম ইনস্টিটিউট ভারতে জরুরি ভিত্তিতে করোনার প্রতিষেধক প্রয়োগের অনুমতি চেয়েছে, এই খবরে উৎসাহিত হন লগ্নিকারীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০৪:০৮
Share:

—ফাইল চিত্র।

দেশে করোনার টিকা আসার সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে, তত চড়ছে শেয়ার সূচক। সোমবারও সেনসেক্স, নিফ্‌টি পা রেখেছে উচ্চতার নতুন শিখরে। সেনসেক্স ৩৪৭.৪২ পয়েন্ট উঠে এই প্রথম পৌঁছেছে ৪৫,৪২৬.৯৭ অঙ্কে, ১৩,৩৫৫.৭৫-এ নিফ্‌টি। কিন্তু করোনার কবল থেকে মুক্ত হয়ে অর্থনীতির ঘুরে দাঁড়ানো নিশ্চিত হওয়ার আগেই বাজারের এমন দৌড় বহু বিশেষজ্ঞের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে। তাঁদের আশঙ্কা, যে কোনও সময় পতন শুরু হতে পারে।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, ওষুধ তৈরির সংস্থা ফাইজ়ার ও সিরাম ইনস্টিটিউট ভারতে জরুরি ভিত্তিতে করোনার প্রতিষেধক প্রয়োগের অনুমতি চেয়েছে, এই খবরে উৎসাহিত হন লগ্নিকারীরা। এ দিন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৩৭৯২.০৬ কোটি টাকার শেয়ার কেনে।

সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, বাজার অনিশ্চিত। এত উত্থান অস্বস্তি বাড়াচ্ছে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের উপদেষ্টা কমিটির সদস্য বিধান দুগার বলেন, ‘‘এখন নতুন করে লগ্নি ঝুঁকিপূর্ণ। বাজার ১-২ শতাংশ বাড়বে হয়তো। কিন্তু পড়তে পারে ৫%।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement