Evolet

মাত্র ৪০ হাজারে ই-স্কুটার লঞ্চ করে বাজার মাতাতে তৈরি ইভলেট

প্রতিটা মডেলের ই-স্কুটারই পাওয়া যাবে ৩৯,৪৯৯ টাকা থেকে ৫৯,৯৯৯ টাকার সীমার মধ্যেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৩
Share:

ছবি: টুইটার থেকে নেওয়া।

ভারতে লঞ্চ হয়ে গেল তিন ধরনের স্বল্প গতির নতুন ইলেকট্রিক স্কুটার এবং একটি ইলেকট্রিক এটিভি। ই-মোটর প্রস্তুতকারক নতুন এই সংস্থাটি হল রিসসেলা ইলেকট্রিক মোটরস প্রাইভেট লিমিটেড বা রেম। তারা 'ইভলেট' ব্র্যান্ড নাম ব্যবহার করে পোলো পনি, পনি এবং ডার্বি এই তিনটি মডেলের সম্পূর্ণ নতুন ই-স্কুটার ভারতের বাজারে এনেছে। এর মাধ্যমে ভারতের ই-মোটর বাজারে নিজেরা একটি বিশেষ জায়গা করে নেবে বলেই আশাবাদী রেম।

প্রতিটা মডেলেই দু'ধরনের ই-স্কুটার পাওয়া যাবে। একটি হল 'ইজেড' এবং অপরটি হল 'ক্লাসিক'। মূলত এই স্কুটারগুলিতে ব্যবহৃত ব্যাটারির বৈশিষ্ট্যের অপর ভিত্তি করেই ই-স্কুটারগুলির শ্রেণিভূক্ত করা হয়েছে। ইজেডের দাম তুলনামূলক কম। কারণ এতে ব্যবহার করা হয়েছে 'ভিআরএলএ' বা 'ভাল্ভ-রেগুলেটেড লিড অ্যাসিড ব্যাটারি'। এই ধরনের ব্যাটারির আয়ু 'লিথিয়াম আয়ন' ব্যাটারির চেয়ে কিছুটা কম হয়। ক্লাসিক মডেলে তাই লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার হওয়ায় এর দাম কিছুটা বেশি।

প্রতিটা মডেলের ই-স্কুটারই পাওয়া যাবে ৩৯,৪৯৯ টাকা থেকে ৫৯,৯৯৯ টাকার সীমার মধ্যেই। অন্যদিকে ওয়ারিওর নামের ই-এটিভির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ৪০ হাজার টাকা। তবে প্রতিটা বাইকই স্বল্প গতির হওয়ার জন্য কোনও রকম লাইসেন্সের দরকার পড়বে না। সঙ্গে এগুলো কোনও রকমের ফেম টু সাবসিডির জন্যও যোগ্য নয়।

Advertisement

আরও পড়ুন: সঙ্কট বুঝেই ফের সাহায্যের আশ্বাস


এক নজরে দেখে নেওয়া যাক ই-বাইকগুলির কী কী ফিচার রয়েছে।

১. পোলো পনি ইজেড

দাম- ৩৯,৪৯৯ টাকা, রেঞ্জ- ৬০ কিমি, চারজিং- ৮ ঘন্টা, সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা, ব্যাটারি- ভিআরএলএ।

২. পোলো পনি ক্লাসিক

দাম- ৪৯,৪৯৯ টাকা, রেঞ্জ- ৬৫ কিমি, চারজিং- ৩ ঘন্টা, সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা, ব্যাটারি- লিথিয়াম আয়ন।

৩. পোলো ইজেড

দাম- ৪৪,৪৯৯ টাকা, রেঞ্জ- ৬৫ কিমি, চারজিং- ৩ ঘন্টা, সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা, ব্যাটারি- ভিআরএলএ।

৪. পোলো ক্লাসিক

দাম- ৫৪,৪৯৯ টাকা, রেঞ্জ- ৬৫ কিমি, চারজিং- ৫ ঘন্টা, সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা, ব্যাটারি- লিথিয়াম আয়ন।

৫. ডার্বি ইজেড

দাম- ৪৬,৪৯৯ টাকা, রেঞ্জ- ৬০ কিমি, চারজিং- ৮ ঘন্টা, সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা, ব্যাটারি- ভিআরএলএ।

৬. ডার্বি ক্লাসিক

দাম- ৫৯,৯৯৯ টাকা, রেঞ্জ- ৬৫ কিমি, চারজিং- ৩ ঘন্টা, সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা, ব্যাটারি- লিথিয়াম আয়ন।

৭. ওয়ারিওর ই-এটিভি

দাম- ১,৪০,০০০ টাকা, রেঞ্জ- ৫০ কিমি, চারজিং- ৮ ঘন্টা, সর্বোচ্চ গতি ৬০ কিমি প্রতি ঘণ্টা, ব্যাটারি- লিথিয়াম আয়ন।

Advertisement

আরও পড়ুন: গয়না কিনতে ঋণের আর্জি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement