ইউরোপীয় অর্থনীতিকে চাঙ্গা করতে বাজারে নগদের জোগান বাড়ানোর পথ আরও প্রশস্ত করল ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক (ইসিবি)। এত দিন শীর্ষ ব্যাঙ্কের কাছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি অর্থ জমা রাখলে, সুদ পাওয়া তো দূর, গুনতে হচ্ছিল ০.২% সুদ। এ বার সেই হার ০.৩০ শতাংশে নিয়ে গেল তারা। অর্থাৎ অতি স্বল্প মেয়াদে ইসিবি-র কাছে টাকা জমা রাখার জন্য এই সুদ দিতে হবে ব্যাঙ্কগুলিকে। অর্থ জমা না-রেখে তারা যাতে আরও বেশি ঋণ দিতে পারে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। তবে অপরিবর্তিত রয়েছে অন্যান্য সুদের হার। ইউরোপে মূল্যবৃদ্ধি শূন্যের কাছাকাছি। এই অবস্থায় চাহিদা বাড়াতেই এই পদক্ষেপ।