রাজ্যের হলদিয়া বন্দরে তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল গড়ার বরাত জিতল এসার গোষ্ঠী।
১০ লক্ষ টনের ওই টার্মিনাল গড়তে কলকাতা পোর্ট ট্রাস্টের অধীন হলদিয়া ডক কমপ্লেক্স এ বছরের শুরুতে দরপত্র চেয়েছিল। যেখানে এলএনজি আনার পাশাপাশি থাকবে মজুত ও বণ্টনের ব্যবস্থাও। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আল্ট্রা এলএনজি এবং এসার শিপিংয়ের সঙ্গে কনসোর্টিয়াম গড়ে এসার পোর্ট সেই টার্মিনাল তৈরি ও চালানো এবং ৩০ বছরের জন্য তা মজুত রাখার অধিকার জিতে নিয়েছে। বাকি দরপত্রদাতাদের মধ্যে ছিল পেট্রোনেট এলএনজি এবং ভি এনার্জি। দু’বছরের মধ্যে এই এলএনজি প্রকল্প চালু করা যাবে বলে আশা সংস্থার। সংশ্লিষ্ট সূত্রে খবর, ওই সময়ে প্রকল্পের জন্য খরচ পড়বে ৪৫০ কোটি টাকার বেশি।
বস্তুত সমুদ্র ভিত্তিক এলএনজি টার্মিনালটির সহযোগী হিসেবে কাজ করবে হলদিয়া বন্দরের এই টার্মিনাল। পাইপলাইন না থাকায় সংলগ্ন এলাকার শিল্পগুলিকে ট্যাঙ্কারের মাধ্যমে এলএনজি দেবে তারা।