EPFO Aadhaar OTP

প্রভিডেন্ট ফান্ডের পোর্টাল খুলতে ইউএএনের সঙ্গে লাগবে আধার ওটিপি, কী ভাবে করবেন চালু?

প্রভিডেন্ট ফান্ডের পোর্টাল খুলতে বাধ্যতামূলক হচ্ছে আধার ওটিপি। এর জন্য ইউএএনের সঙ্গে আধারের সংযুক্তিকরণ প্রক্রিয়া সেরে ফেলতে হবে গ্রাহককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:০৪
Share:

—প্রতীকী ছবি।

আধার ভিত্তিক ওটিপি ব্যবহার করে সক্রিয় রাখতে হবে ‘ইউনির্ভাসাল অ্যাকাউন্ট নম্বর’ বা ইউএএন। এই মর্মে এ বার বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) নিয়ন্ত্রণকারী সংস্থা ‘এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন’কে (ইপিএফও) নির্দেশ দিল কেন্দ্র। এর মাধ্যমে পিএফ গ্রাহক এবং তাঁর নিয়োগকারী সংস্থা ‘এমপ্লোয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ’ (ইএলআই) প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে দাবি করা হয়েছে। চলতি আর্থিক বছরের বাজেটে (২০২৪-২৫) এই প্রকল্পের কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ‘‘এ বছরের ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগকারী সংস্থাকে এই অর্থবর্ষে যোগাদানকারী সমস্ত কর্মীদের ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপির মাধ্যমে ইউএএন সক্রিয়করণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।’’

কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে, ইউএএন সক্রিয় থাকলে কর্মীরা বিরামহীনভাবে ইপিএফও অনলাইন পরিষেবা পাবেন। নিজের ইচ্ছামতো প্রভিডেন্ট ফান্ড তহবিলের উপর নজর রাখতে পারবেন তাঁরা। ডাউনলোড করা যাবে পিএফ পাসবই। এ ছাড়া টাকা তোলা, অগ্রিম আবেদন, বদলি, ব্যক্তিগত তথ্য আপডেট এবং আবেদনের ‘প্রকৃত সময়’ (রিয়েল টাইম) জানতে পারবেন গ্রাহক। এর জন্য ইপিএফওর দফতরে যাওয়ার প্রয়োজন নেই। ২৪ ঘণ্টা ঘরে বসেই অনলাইনে পাওয়া যাবে এই পরিষেবা।

Advertisement

উল্লেখ্য, ইউএএনে আধার ওটিপি সক্রিয় করতে প্রথমে ইপিএফওর পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে মিলবে ‘ইমপর্টেন্ট লিঙ্ক’। যার ভিতরে ঢুকলে ‘অ্যাক্টিভেড ইউএএন’ বলে আরও একটি লিঙ্ক পাবেন গ্রাহক। এবার তাতে ক্লিক করলে স্ক্রিনে ফুটে উঠবে একটি ফর্ম। যা মনোযোগ দিয়ে পূরণ করতে হবে।

ওই ফর্মে গ্রাহককে নিজের নাম, আধার নম্বর, জন্ম তারিখ এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। শেষে আধারের ওটিপি ভেরিফিকেশনের অপশনটিকে চালু করবেন তিনি। অর্থাৎ ‘গেট অথরাইজ়েশন পিন’ অপশনটিকে চালু করতে হবে।

ওই অপশন চালু হলেই আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এ বার সেই ওটিপি ইপিএফও পোর্টালে দিলে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সংশ্লিষ্ট মোবাইল নম্বরে এর পর একটি পাসওয়ার্ডও আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement