EPFO

কর্মচারী ভবিষ্যনিধিতে সুদের হার অপরিবর্তিত, কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত

আশঙ্কা ছিল ২০২০-২১ সালে আগের আর্থিক বর্ষের থেকে সুদের হার কিছুটা কমিয়ে দেওয়া হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৭:১৮
Share:

প্রতীকী ছিত্র

গত আর্থিক বছরের মতোই ২০২০-২১ সালেও কর্মচারী ভবিষ্যনিধি (ইপিএফ) –তে সুদের হার অপরিবর্তিত রইল। গত আর্থিক বর্ষে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ। এ বারেও সেই হারেই সুদ পাবেন সংস্থার সদস্য তথা সাধারণ কর্মীরা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আশঙ্কা ছিল ২০২০-২১ সালে আগের আর্থিক বর্ষের থেকে সুদের হার কিছুটা কমিয়ে দেওয়া হতে পারে। করোনা প্রকোপের কারণে, দেশে বেশির ভাগ মানুষই সঞ্চয়ের বদলে এই তহবিল থেকে টাকা তুলে নিয়েছেন বেশি। সেই কারণেই তৈরি হয়েছিল আশঙ্কা।

গত আর্থিক বর্ষে ইপিএফ-এ সুদের হার ছিল সাত বছরে সবচেয়ে কম। তার আগের বছর, অর্থাৎ ২০১৮-১৯ আর্থিক বর্ষে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ, সেটাই গত আর্থিক বর্ষে কমে হয় ৮.৫ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement