Elon Musk

সুরক্ষা বিধি মানলে ভারতে ছাড়পত্র মাস্কের স্টারলিঙ্ককে, জানিয়ে দিল কেন্দ্র

যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দাবি, ভারতের সুরক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। তবে স্টারলিঙ্ক শীঘ্রই যথাযথ পদক্ষেপ করবে বলেও আশা তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ০৮:৩৯
Share:

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত।

দেশে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক (স্যাটেলাইট) ইন্টারনেট পরিষেবা দিতে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও শর্ত মানতে হবে। তবেই তাদের ছাড়পত্র দেবে কেন্দ্র। মঙ্গলবার এ কথা জানিয়ে যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দাবি, ভারতের সুরক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। তবে স্টারলিঙ্ক শীঘ্রই যথাযথ পদক্ষেপ করবে বলেও আশা তাঁর।

Advertisement

এই পরিষেবা নিয়েই সম্প্রতি স্টারলিঙ্ক ও অ্যামাজ়নের সঙ্গে বিতণ্ডায় জড়ায় জিয়ো এবং এয়ারটেল। আমেরিকার সংস্থা দু’টির দাবি ছিল, এর জন্য প্রয়োজন স্পেকট্রাম বণ্টন করা। সারা বিশ্বে এই নীতি নেওয়া হয়। তবে ভারতীয় সংস্থা দু’টি নিলামের পক্ষে। তাদের দাবি, এতে সকলে স্পেকট্রাম পাওয়ার সমান সুযোগ পাবে। শেষে অবশ্য মাস্কের মত প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিন্ধিয়া জানান, আন্তর্জাতিক বিধি মেনে ভারতেও স্পেকট্রাম বণ্টন হবে।

ইতিমধ্যেই টেলিকম নিয়ন্ত্রক ট্রাই যাদের এই পরিষেবা দেওয়ার ছাড়পত্র দিয়েছে তারা হল, ভারতী গোষ্ঠীর ওয়ানওয়েব এবং জিয়ো-এসইএস। কিন্তু এখনও স্পেকট্রাম না পাওয়ায় তারা এগোতে পারছে না। স্পেকট্রাম কী ভাবে দেওয়া হবে এবং তার জন্য কত টাকা দিতে হবে সে সবও ঠিক হয়নি। তবে সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ট্রাই সব কিছু চূড়ান্ত করবে। এখন দেখার, শেষ পর্যন্ত এই নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement