FDI

ঘুরে দাঁড়ানোর দাবি পীযূষেরও, সঙ্গে প্রতিশ্রুতি

পীযূষের দাবি, দেশের অর্থনীতি অত্যন্ত ভাল ভাবে ঘুরে দাঁড়াচ্ছে তাঁদের আনা নানান সংস্কারকে হাতিয়ার করেই। যে কথা বার বার বলছেন প্রধানমন্ত্রীও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:২৬
Share:

ছবি পিটিআই।

লগ্নির সময়ে বিভিন্ন সরকারি ছাড়পত্র পেতে অনেক সময়েই হয়রানির অভিযোগ তোলে শিল্পমহলের একাংশ। সেই সমস্যার সমাধান করতে ‘সিঙ্গল উইন্ডো’ বা এক জানলা ব্যবস্থা চালুর কথা ওঠে। কিন্তু সহজে ব্যবসার পরিবেশ গড়া-সহ একগুচ্ছ সংস্কার আনার ক্ষেত্রে সাফল্যের বড়াই করা কেন্দ্র যে এখনও সেই ব্যবস্থা তৈরি করে উঠতে পারেনি, তা স্পষ্ট হল বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের কথাতেই। মঙ্গলবার বণিকসভা অ্যাসোচ্যামের সভায় তিনি জানালেন, ‘সত্যিকারের’ এক জানলা ব্যবস্থা গড়তে পূর্ণ উদ্যমে কাজ করছেন তাঁরা। আগামী বছরের গোড়াতেই তার প্রথমটি চালু হবে।

Advertisement

এই প্রতিশ্রুতির সঙ্গেই এসেছে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বার্তা। পীযূষের দাবি, দেশের অর্থনীতি অত্যন্ত ভাল ভাবে ঘুরে দাঁড়াচ্ছে তাঁদের আনা নানান সংস্কারকে হাতিয়ার করেই। যে কথা বার বার বলছেন প্রধানমন্ত্রীও। তবে সংশ্লিষ্ট মহলের মতে, অর্থনীতির বেহাল অবস্থা এখনও কাটেনি। সরকারি ভাবে মন্দার কবলে ভারত। উৎসবের চাহিদা বাদ দিলে নতুন বিক্রিবাটা চোখে পড়ার মতো বাড়েনি। এ দিনই সরকারি পরিসংখ্যান জানিয়েছে, রফতানি শিল্পে বহাল সঙ্কোচন। সম্প্রতি কেন্দ্রের ঘুরে দাঁড়ানোর দাবিকে প্রশ্নের মুখে ফেলে প্রাক্তন মুখ্য পরিসংখ্যানবিদ প্রণব সেনও হুঁশিয়ারি দিয়েছেন, আর্থিক পরিস্থিতি ‘অত্যন্ত অনিশ্চিত’। এই অর্থবর্ষে জিডিপি ১০% সঙ্কুচিত হতে পারে।

এ দিন অবশ্য অ্যাসোচ্যামের পাশাপাশি ইন্ডিয়ান চেম্বারের (আইসিসি) সভাতেও পীযূষের দাবি, ২০২৫ সালের মধ্যে ভারতের ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠা সম্ভব। এমনকি এক ধাপ এগিয়ে স্বাধীনতার শতবর্ষে বিশ্বের সব থেকে বড় অর্থনীতির দেশ হয়ে উঠুক ভারত বলেও আশা প্রকাশ করেন তিনি। আর এই পথে এগোনোর ‘সাফল্যে’র বড়াই করেই তোলেন এক জানলা ব্যবস্থার সমস্যার প্রসঙ্গ। বলেন, ‘‘কেন্দ্রীয় শিল্প অনুমোদন ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ সমস্ত মন্ত্রকের ছাড়পত্র এবং দেশের সব আইন (কেন্দ্র, রাজ্য ও স্থানীয় স্তরের) সংক্রান্ত এক জানলা ব্যবস্থা গড়তে সত্যিকারের উদ্যোগী হয়েছে। মার্চ-এপ্রিলে প্রথমটি চালু হলে শিল্পমহলের বোঝা কমবে। ব্যবসায় মন দিতে পারবেন।’’ যা শুনে সংশ্লিষ্ট মহল বলছে, মোদী সরকার যে এটা এখনও চালু করে উঠতে পারেনি, পীযূষ অন্তত সেটা স্বীকার করলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement