ছবি: সংগৃহীত
ঋণের বোঝা আছেই। রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রকে বকেয়া মেটানোর দায়। কেন্দ্রের সাহায্য না-পেলে ভোডাফোন আইডিয়ার ঝাঁপ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। বৃহস্পতিবার এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল ঘোষণা করে এমডি তথা সিইও রবীন্দ্র টক্কর বললেন, ক্ষতির অঙ্ক ৬৪৩৮ কোটি টাকা। আর্থিক অনিশ্চয়তা বহাল। সংস্থা পরিচালনার জন্য নগদ জোগান বা বকেয়া মেটানোর আর্থিক সঙ্গতি নিয়ে সংশয় রয়েছে। তাঁর ইঙ্গিত, ফলে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে সংশয় কাটেনি। আশার কথা এটুকুই যে, ব্যবসা ও গ্রাহক পিছু আয় ১০৭ থেকে একটু বেড়ে হয়েছে ১০৯ টাকা।
জিয়ো আসার পরে মাসুল কমানোর যুদ্ধে আর্থিক ভাবে দুর্বল হয় টেলি শিল্প। সুপ্রিম কোর্ট তাদের লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ হিসেবে বিপুল বকেয়া কেন্দ্রের ঘরে জমা দিতে বললে, মরার গায়ে খাঁড়ার ঘা লাগে। ওই খাতে অর্থ রাখতে দ্বিতীয় ত্রৈমাসিকে ভোডাফোন দেখে কর্পোরেট ইতিহাসের সর্বাধিক লোকসান, ৫০,৯২১ কোটি। আজ, বকেয়া মেটাতে কিছুটা স্বস্তি চেয়ে অন্যদের সঙ্গে ফের সুপ্রিম কোর্টে গিয়েছে ভোডাফোন। আদালত কেন্দ্রকে বকেয়া মেটাতে কী সুবিধা দেয় তার উপর সংস্থার ভবিষ্যৎ নির্ভর করছে।