প্রতীকী ছবি।
চাহিদার অভাবে অর্থনীতির শ্লথ গতি ইতিমধ্যেই থাবা বসাচ্ছে চাকরির বাজারে। সেই বিপদ কতখানি বেড়েছে, তারই একাধিক ছবি তুলে ধরল স্টেট ব্যাঙ্কের রিসার্চ রিপোর্ট ইকোর্যাপ। জানাল, প্রথমত, কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থার (ইপিএফও) তথ্যে ধরা পড়েছে ২০১৮-১৯ অর্থবর্ষে দেশে ৮৯.৭ লক্ষ মানুষ পিএফে নাম লেখান। চলতি অর্থবর্ষে অনুমান, সেই সংখ্যা ১৫.৮ লক্ষ কম হতে পারে। দ্বিতীয়ত, অসম, রাজস্থানের মতো কিছু রাজ্যে টাকা পাঠানোর পরিমাণ কমেছে। যা কর্মরত অস্থায়ী কর্মীদের সংখ্যা কমারই প্রতিফলন।
এনপিএস প্রকল্পের উল্লেখ করে রিপোর্ট জানিয়েছে, কেন্দ্র ও রাজ্যগুলি মিলিয়ে সরকারি ক্ষেত্রে চলতি অর্থবর্ষে ৩৯ হাজার কম কর্মসংস্থান হবে। এই অবস্থায় শিল্পের দাবি, বাজেটে কাজ তৈরিতে জোর দিক কেন্দ্র।