বেহাল অর্থনীতির জের পড়তে পারে বিমার প্রিমিয়াম জমার উপরেও। দু’তিন বছর সেই ধাক্কা বজায় থাকবে বলে মত মূল্যায়ন সংস্থা মুডি’জ়ের।
শ্লথ বৃদ্ধির জেরে দেশে ২০১৮-১৯ অর্থবর্ষে বিমায় প্রিমিয়াম আদায় বৃদ্ধির হার ১১.৫% থেকে কমেছে ১১.৩ শতাংশে। বেশি ধাক্কা খেয়েছে সাধারণ বিমা। ১৭.৬% থেকে তা নেমেছে ১২.৫ শতাংশে। তার উপরে দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার হয়েছে ৪.৫ শতাংশে। চলতি অর্থবর্ষে তা ৫% হবে বলে মনে করছে কেন্দ্র। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতে, তা দাঁড়াবে ৪.৮ শতাংশে। মুডি’জ়ের মতে, এই অবস্থা চলতে থাকলে আগামী দু’তিন বছর প্রিমিয়াম আদায় ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে।
মুডি’জ় অবশ্য একই সঙ্গে বলেছে, দেশে বিমার আওতায় থাকা মানুষের সংখ্যা খুবই কম। মধ্যবিত্তের সংখ্যা বাড়লে, আরও বেশি মানুষ বিমার কথা ভাববেন। ফলে ব্যবসা বাড়ানোর দরজা খুলবে সংস্থাগুলির সামনে। তাদের মতে, বিশেষত কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের হাত ধরে বাড়তে পারে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম আদায়।