—প্রতীকী চিত্র।
প্রত্যাশা ছাপানো আর্থিক বৃদ্ধি নজিরবিহীন উচ্চতায় ঠেলে তুলল শেয়ার বাজারকে। ১২৪৫ পয়েন্ট লাফিয়ে ৭৩,৭৪৫.৩৫ অঙ্কের নতুন শিখরে পৌঁছল সেনসেক্স। নিফ্টি ২২,৩৩৮.৭৫-এ পা রেখে রেকর্ড গড়ল। বিএসই-র লগ্নিকারীদের শেয়ার সম্পদ বাড়ল ৪.২৯ লক্ষ কোটি টাকা।
বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বরে বৃদ্ধি ছুঁয়েছে ৮.৪%। চলতি অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাসও ৭.৩% থেকে বাড়িয়ে ৭.৬% করা হয়েছে। এর প্রভাব যে বাজারে পড়বে, তা প্রত্যাশিতই ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, শুক্রবার সূচকের উত্থানে প্রধান জ্বালানি আশাতিরিক্ত আর্থিক বৃদ্ধিই। তবে তার সঙ্গে রসদ জুগিয়েছে আরও কিছু বিষয়। যেমন, আমেরিকায় মূল্যবৃদ্ধির হার কমতে শুরু করায় সেখানে দ্রুত সুদ কমার আশা, ইউরোপে কমতে থাকা মূল্যবৃদ্ধি, অর্থনীতির হাল ফেরাতে চিনের পদক্ষেপ। স্টুয়ার্ট সিকিউরিটিজ়-এর চেয়ারম্যান কমল পারেখ বলছেন, বাজার অতিরিক্ত চড়েছে। মূলত ফান্ডগুলির লগ্নিই নগদ জোগাচ্ছে। ফলে পতনের ঝুঁকিও থাকছে।