অর্থবর্ষ শেষের মুখে। দিন কয়েক আগে তাই আয়কর আদায় পুরো বছরের লক্ষ্যের থেকে বেশ কিছুটা পেছনে থাকায় উদ্বেগ দানা বেঁধেছিল। সংশ্লিষ্ট মহলের দুশ্চিন্তা আরও বাড়ল, যখন জানা গেল ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রের রাজস্ব আয় গোটা অর্থবর্ষের সংশোধিত লক্ষ্যমাত্রার ৭৩.৩৭ শতাংশে দাঁড়িয়ে। রাজকোষ ঘাটতি পেরিয়ে গিয়েছে ১৩৪%। আর চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) আরও চওড়া হয়েছে।
অনেকেরই প্রশ্ন, তা হলে চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতিকে ৩.৪ শতাংশে বেঁধে রাখা যাবে তো? শুক্রবার আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গের অবশ্য দাবি, প্রতি অর্থবর্ষেরই শেষ মাসে রাজস্ব আয়ের ছবিটা আমূল বদলে যায়। ফলে ঘাটতির লক্ষ্য পূরণে অনড় তাঁরা। ঠিক যেমন কর সংগ্রহে ঝাঁপানোর কথাও বলেছে কেন্দ্র।
আগামী অর্থবর্ষের প্রথমার্ধে কেন্দ্র ৪.৪২ লক্ষ কোটি টাকা ঋণ নেবে বলেও এ দিন জানান গর্গ। যেখানে পুরো বছরের লক্ষ্য ৭.৭১ লক্ষ কোটি।