পরিবেশ রক্ষায়

স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কলকাতায় ৪১০০ পরিবেশ- বান্ধব মোবাইল টাওয়ার তৈরি করেছে ইন্ডাস টাওয়ার। মোবাইল পরিষেবা সংস্থাগুলির দাবি, অনেক জায়গায় টাওয়ার বসানোর অনুমতি না-মেলা ও চালু টাওয়ার বন্ধ হয়ে যাওয়ায় কল ড্রপ সমস্যা বাড়ছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ০২:২৯
Share:

স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কলকাতায় ৪১০০ পরিবেশ- বান্ধব মোবাইল টাওয়ার তৈরি করেছে ইন্ডাস টাওয়ার। মোবাইল পরিষেবা সংস্থাগুলির দাবি, অনেক জায়গায় টাওয়ার বসানোর অনুমতি না-মেলা ও চালু টাওয়ার বন্ধ হয়ে যাওয়ায় কল ড্রপ সমস্যা বাড়ছে। এই অবস্থায় ওই পরিবেশ -বান্ধব টাওয়ার টেলি যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে বলে ইন্ডাসের দাবি। সংস্থা জানিয়েছে, রাজ্যের সঙ্গে মিলে কলকাতা-সহ নিউটাউন, সল্টলেক, ও হলদিয়ায় তাঁরা প্রায় ১২টি এলাকায় কাজ করছেন। প্রথম পর্যায়ে সিকিম এবং আন্দামানেও টাওয়ার বসানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement