DoT

দ্রুত বাকি টাকা দিতে নির্দেশ

সূত্রের খবর, ডট সব সংস্থাকেই তাদের হিসেবের পূর্ণাঙ্গ তথ্য ও সব নথি জমা দিতে বলেছে। পাশাপাশি, আর দেরি না-করে দ্রুত বাকি বকেয়াও মেটাতে বলেছে তাদের। সংস্থাগুলি কী করবে, তা আজ রাত পর্যন্ত স্পষ্ট নয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০৬:০৪
Share:

প্রতীকী ছবি।

অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) ও তার ভিত্তিতে বকেয়া স্পেকট্রাম ও লাইসেন্স ফি নিয়ে টেলিকম দফতরের (ডট) সঙ্গে টেলি সংস্থাগুলির হিসেবের ফারাক বিপুল। এটা কেন, তা জানতে চেয়ে ডট সংস্থাগুলিকে চিঠি দেবে বলে জানা গিয়েছিল। সূত্রের খবর, সেই সঙ্গে অবিলম্বে বাকি টাকাও মেটাতে সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে তারা। সে ক্ষেত্রে টেলি শিল্পের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে বাজারে।

Advertisement

সূত্রের খবর, ডট সব সংস্থাকেই তাদের হিসেবের পূর্ণাঙ্গ তথ্য ও সব নথি জমা দিতে বলেছে। পাশাপাশি, আর দেরি না-করে দ্রুত বাকি বকেয়াও মেটাতে বলেছে তাদের। সংস্থাগুলি কী করবে, তা আজ রাত পর্যন্ত স্পষ্ট নয়।

আজ লোকসভায় যোগাযোগ প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে জানান, কেন্দ্র বকেয়া বাবদ ১৫,৮৯৬.৫ কোটি টাকা পেয়েছে। বাকি ১.৩০ লক্ষ কোটির বেশি। তাঁর হিসেবে অবশ্য এয়ারটেলের সর্বশেষ বকেয়া মেটানোর অঙ্ক ধরা নেই। সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ২৬,০০০ কোটি টাকা পেয়েছে কেন্দ্র।

Advertisement

টেলি শিল্পের এই পরিস্থিতিতে কেন্দ্রের কোনও পরিকল্পনা রয়েছে কি না, সে প্রশ্নে ধোত্রে বলেন, ‘‘এই মুহূর্তে সে রকম কিছু নেই।’’ ভোডাফোন আইডিয়ার ঝাঁপ বন্ধ সংক্রান্ত বাজারে জল্পনা নিয়েও কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই বলে জানান তিনি।

তবে গেল, অয়েল ইন্ডিয়ার মতো টেলিকম নয়, এমন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে এজিআরের ওই বকেয়ার নির্দেশ থেকে রেহাই দিচ্ছে কেন্দ্র। ধোত্রে এ দিন সংসদে জানান, সুপ্রিম কোর্ট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে এজিআর সংক্রান্ত রায় থেকে সরিয়ে দিয়েছে। সেই সঙ্গে অন্য উপযুক্ত ফোরামে আর্জি জানানোর নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ডটের হিসেবে ওই সংস্থাগুলির বকেয়ার অঙ্ক ছিল প্রায় ১.৮৩ লক্ষ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement