Donald Trump

বার্তা ৫জি প্রযুক্তিতে জোর দেওয়ারও

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৯
Share:

ছবি রয়টার্স।

দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে চিনা সংস্থা জেডটিই-র উপরে নিষেধাজ্ঞা চাপানো থেকে শুরু করে হুয়েইকে কালো তালিকাভুক্ত করা। ৫জি প্রযুক্তি নিয়ে বারবারই বেজিংয়ের সঙ্গে টানাপড়েনে জড়িয়েছে আমেরিকা। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে উঠল সেই প্রযুক্তির প্রসঙ্গই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, নতুন এই প্রযুক্তি কী ভাবে মানুষের স্বাধীনতা ও উন্নয়নে কাজে লাগানো যায়, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর বার্তা, নিশ্চিত করতে হবে ৫জি যেন দমন ও নিষেধাজ্ঞা চাপানোর অস্ত্র না-হয়ে ওঠে। বরং ভবিষ্যতের এই প্রযুক্তির পরিকাঠামো যাতে সুরক্ষিত ব্যবস্থার উপরে দাঁড়িয়ে গড়ে ওঠে, তা দেখতে হবে। অনেকের মতে, নাম না-করে এ দিন আসলে হুয়েই সম্পর্কেই সতর্ক করে দিয়েছেন ট্রাম্প।

Advertisement

উল্লেখ্য, বিশ্বে ৫টি প্রযুক্তির পরিকাঠামো গড়ার কাজে এগিয়ে থাকা অন্যতম সংস্থা হল হুয়েই। ইতিমধ্যেই আমেরিকা ও তাদের সঙ্গী জাপান, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ তাদের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে।

তবে ৫জি পরিষেবা দেওয়া থেকে হুয়েইকে দূরে সরিয়ে রাখলেও, মূল প্রযুক্তির বাইরে অন্যান্য যন্ত্রাংশ বিক্রিতে চিনা সংস্থাটিকে অনুমোদন দিয়েছে ব্রিটেন। অন্য দিকে, কিছুটা উল্টো পথে হেঁটে নয়াদিল্লি বলেছে, এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে অংশ নিতে পারবে হুয়েই এবং জেডটিই-র মতো দুই চিনা সংস্থাই। এই পরিস্থিতিতে আজ দিল্লিতে এই বার্তা দিলেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement