বৈঠকের আগেই চাপের কৌশল

জাপানে যাওয়ার আগে বুধবার দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়োর সঙ্গে বৈঠক করেন মোদী। তাঁর সঙ্গে কথা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তার ঠিক এক দিন পরেই চাপ বাড়ানোর কৌশল নিলেন ট্রাম্প। 

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০৪:১১
Share:

ভারতকে ‘শুল্কের রাজা’ বলে আগেও সম্বোধন করেছেন তিনি। জাপানের ওসাকায় জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বসার আগে বৃহস্পতিবার ফের মার্কিন পণ্যে চড়া শুল্কের বিষয়টি নিয়ে ভারতের উপরে চাপ বাড়ানোর কৌশল নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওসাকায় যাওয়ার আগে ট্রাম্প টুইটে জানিয়েছেন, ভারতের চড়া শুল্ক কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। তা তুলে নেওয়া উচিত। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরেই ভারত বিভিন্ন মার্কিন পণ্যের উপরে চড়া শুল্ক চাপিয়ে রেখেছে। সম্প্রতি কিছু পণ্যে তা আরও বাড়ানো হয়েছে। যা কখনওই গ্রহণযোগ্য নয়।

Advertisement

শুক্রবার থেকে ওসাকায় জি-২০ বৈঠক শুরু হচ্ছে। সে দিনই মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা ট্রাম্পের। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েই তাঁদের মধ্যে কথা হবে বলে খবর। প্রসঙ্গত, জিএসপি-র আওতায় বিনা শুল্কে রফতানির ক্ষেত্রে ভারতকে দেওয়া ছাড় প্রত্যাহার করেছে আমেরিকা। আবার চলতি মাসে ২৮টি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছে বা বাড়িয়েছে দিল্লিও। সব মিলিয়ে চিনের পরে শুল্ক নিয়ে ভারতের সঙ্গেও আমেরিকার স্নায়ুর লড়াই শুরু হয়েছে। অনেকের মতে, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের প্রশ্নে মোদী সরকারের দ্বিতীয় দফায় বড় চ্যালেঞ্জ আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য।

জাপানে যাওয়ার আগে বুধবার দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়োর সঙ্গে বৈঠক করেন মোদী। তাঁর সঙ্গে কথা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তার ঠিক এক দিন পরেই চাপ বাড়ানোর কৌশল নিলেন ট্রাম্প।

Advertisement

এ দিকে, জি-২০ বৈঠকের মাঝে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়েরও। তার আগে চিনা টেলি সংস্থা হুয়েইয়ের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তোলার দাবি জানিয়েছে বেজিং। সম্প্রতি আমেরিকার বাজারে হুয়েইকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।

পলাতক আর্থিক অপরাধীদের বিরুদ্ধে জি-২০ দেশগুলিকে ঐক্যবদ্ধ করতে চায় ভারত। সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাপান।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement