Infocom

স্থবিরতায় প্রশ্নে অস্তিত্ব

সম্মেলনের দ্বিতীয় দিনে রেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুধেন্দ্র কৌশিক জানালেন, নিশ্চল ভাবনাকে পিছনে ফেলে উদ্ভাবনী ক্ষমতা (ইনোভেশন) প্রয়োগ করতে না পারলে ইতিহাসের পাতা থেকে মুছে যেতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৬:২৮
Share:

ইনফোকম। —ফাইল চিত্র।

গতানুগতিকতাকে অতিক্রম করতে না পারলে যে সাফল্য পাওয়া কঠিন, তা ইনফোকমের প্রথম দিনেই স্পষ্ট করেছিলেন বিশেষজ্ঞেরা। সম্মেলনের দ্বিতীয় দিনে রেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুধেন্দ্র কৌশিক জানালেন, নিশ্চল ভাবনাকে পিছনে ফেলে উদ্ভাবনী ক্ষমতা (ইনোভেশন) প্রয়োগ করতে না পারলে ইতিহাসের পাতা থেকে মুছে যেতে হবে।

Advertisement

কৌশিক বলেন, ‘‘তিনটি সংস্থা একসঙ্গে দৌড় শুরু করলেও তার মধ্যে দু’টি একেবারে মুছে যায় উদ্ভাবনী ক্ষমতার অভাবে।” তিনি জানান, মোড় ঘোরানো উদ্ভাবনের পাশাপাশি দল নির্বাচনও গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার কয়েক গুণ বাড়ানো গিয়েছে বলে বার্তা দেন তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কৃষি বিষয়ক প্রধান অলোকনাথ দে। উদাহরণ হিসেবে বলেন, কাশ্মীরে গাছ থেকে আপেল পাড়তেও পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হচ্ছে এআই।

প্রযুক্তি ক্ষেত্র পুরুষদের দখলে, এই গতানুগতিক ভাবনাকে পিছনে ফেলে মহিলাদের এগিয়ে আসার প্রসঙ্গও উঠে আসে এক আলাপচারিতায়। মহিলা হওয়ায় যে প্রশ্নের মুখে পড়তে হয় এবং যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে, তা স্বীকার করে নেন সাউদারল্যান্ড ফিনান্সের প্রাধান্যা মানোয়ার। এই ধরনের বাধা টপকে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা শোনান শিলা ফোমের ভাইস প্রেসিডেন্ট চারু ভার্গব। পালো অল্টো নেটওয়ার্কের লিসা সিমের পরামর্শ, গতানুগতিক ভাবনাকে ভেঙে নিজেদের অবস্থান বুঝে নিতে হবে মহিলাদেরই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement