মুষড়ে শিল্প, ম্লান উৎসব

ভোগ্যপণ্য বহুজাতিক হিন্দুস্তান ইউনিলিভারের মতে, অর্থনীতির স্বাস্থ্য তেমন ভাল না থাকার কারণেই কিছুটা স্তিমিত থাকবে চাহিদা। অথচ সামনেই পুজো, দীপাবলি সমেত উৎসবের মরসুম।

Advertisement

সংবাদ সংস্থা 

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০৬:১১
Share:

বিভিন্ন সমীক্ষায় দেখা যায়, বহু ভোগ্যপণ্য সংস্থার সারা বছরের মোট বিক্রির ৬০%-৭০% হয় শুধু এই সময়ে। বিক্রি বাড়ে গাড়িরও।

বৃদ্ধি থমকে। তলানিতে গাড়ি বিক্রি। বিক্রিবাটায় টান ভোগ্যপণ্যেও। এই অবস্থায় জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে আর্থিক ফল ভাল হয়নি বহু সংস্থারই। সমীক্ষা অনুযায়ী, পূর্বাভাস দিয়ে রাখা মুনাফার ধারেকাছে পৌঁছতে পারেনি তাতে অংশ নেওয়া ৬০ শতাংশেরও বেশি সংস্থা। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, এ বার উৎসবের মরসুমে জিনিসপত্রের চাহিদার জৌলুস কিছুটা কম থাকবে বলেই আশঙ্কা করছে শিল্প মহল।

Advertisement

ভোগ্যপণ্য বহুজাতিক হিন্দুস্তান ইউনিলিভারের মতে, অর্থনীতির স্বাস্থ্য তেমন ভাল না থাকার কারণেই কিছুটা স্তিমিত থাকবে চাহিদা। অথচ সামনেই পুজো, দীপাবলি সমেত উৎসবের মরসুম।

বিভিন্ন সমীক্ষায় দেখা যায়, বহু ভোগ্যপণ্য সংস্থার সারা বছরের মোট বিক্রির ৬০%-৭০% হয় শুধু এই সময়ে। বিক্রি বাড়ে গাড়িরও। ফলে শিল্প মহলের আশঙ্কা, এ বার বিক্রির ছবি কিছুটা ম্লান হতে পারে উৎসবের মরসুমে। উপদেষ্টা সংস্থা স্যামকো সিকিউরিটিজের মতে, এ বার কিছুটা নিষ্প্রভ হবে দেওয়ালি। কোয়ান্টাম সিকিউরিটিজেরও ধারণা, অর্থনীতিতে অনিশ্চয়তার কারণেই জিনিসপত্র কেনা পিছিয়ে দিচ্ছেন মানুষ। বৃদ্ধির ইঞ্জিনে গতি না ফেরা পর্যন্ত এই ছবি বদলাবে না বলেই তাদের দাবি।

Advertisement

মাথাব্যথা

• জুন-ত্রৈমাসিকে আর্থিক ফলাফল ভাল হয়নি বহু সংস্থার। ছবি সব থেকে খারাপ গত তিন বছরে।
• গাড়ি শিল্পের পিঠ দেওয়ালে। চাহিদায় টান আবাসনের।
• ধাক্কা ভোগ্যপণ্যের বিক্রিবাটাতেও।
• সামনে উৎসবের মরসুম। চাহিদার অভাবে তা-ও নিষ্প্রভ হওয়ার আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement