—প্রতিনিধিত্বমূলক ছবি।
মান্ডিতে সয়াবিন বিক্রি হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) থেকে কম দামে। অথচ দেশে সয়াবিন তেলের আমদানি বেড়ে চলেছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এসইএ। তাদের বক্তব্য, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে নতুন ফসল আসবে। জোগান বাড়লে কৃষকেরা আরও আতান্তরে পড়বেন। অশোধিত এবং শোধিত তেলের আমদানি শুল্ক বাড়ালে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতে পারে।
আজ এসইএ তাদের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, অগস্টে সয়াবিন তেলের আমদানির পরিমাণ ছিল ৪,৫৪,৬৩৯ টন। যা মরসুমের নজির। এক বছর আগে ছিল ৩,৫৭,৮৯০ টন। এ দিকে, দেশে কুইন্টাল প্রতি সয়াবিনের এমএসপি এখন ৪৮৯২ টাকা। অথচ মান্ডিগুলিতে তা মাত্র ৫০০-৬০০ টাকা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এসইএ উদ্বেগ প্রকাশ করে বলেছে, বাজারে নতুন সয়াবিন এলে জোগানের চাপে দাম আরও কমতে পারে। তাতে চাষিদের বিপদ বাড়বে।
কেন্দ্রের কাছে তাই তাদের আর্জি, অশোধিত এবং শোধিত ভোজ্য তেলের আমদানি শুল্ক বাড়িয়ে ২০%-২৫% করা হোক। তাতে সয়াবিনের দাম এমএসপির উপরে উঠবে।