—ফাইল চিত্র।
শুধু নগদে বা নেটে দাম মেটালেই হবে না। ইন্ডেনের গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজির) পেতে মোবাইলে আসা ডেলিভারি অথেন্টিকেশন কোড-ও (ডিএসি) জানাতে হবে ডেলিভারি বয়কে। এ মাস থেকেই শুর হয়েছে সেই নিয়ম। সংস্থার দাবি, রান্নার গ্যাস ঠিক গ্রাহক পাচ্ছেন, সেটা নিশ্চিত করাই এর লক্ষ্য। যদিও তারা বলছে, এই নিয়ম এখনও বাধ্যতামূলক হয়নি। কিন্তু ডিলারদের দাবি, সরকারি ভাবে বলা না হলেও, কোড না- জানালে পরে ভর্তুকির টাকা পেতে বা পরের সিলিন্ডার বুক করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন গ্রাহক।
ইন্ডেন সূত্রের দাবি, প্রকৃত গ্রাহকের বদলে বেআইনি ভাবে সিলিন্ডার অন্য গ্রাহকের কাছে পৌঁছনোর অভিযোগ আসে ভুরিভুরি। অডিটের সময়েও সরকারি ভর্তুকি ঠিক গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকছে কি না, তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তাই এমন পদক্ষেপ।
ইন্ডেন ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের (ওয়েস্ট বেঙ্গল) প্রেসিডেন্ট বিজন বিশ্বাস বলেন, ‘‘ক্যাশমেমো তৈরির পরে পাঠানো এসএমএসে ছ’সংখ্যার ডিএসি সিলিন্ডার দেওয়ার সময়ে ডেলিভারি বয়কে গ্রাহকের থেকে জেনে আসতে বলেছে ইন্ডেন। সিলিন্ডার বিক্রির তথ্যের সঙ্গেই তা সংস্থার সিস্টেমে নথিভুক্ত করতে হবে। এটা না-করলে ভর্তুকি পাওয়া ও পরের সিলিন্ডার বুক করতে সমস্যা হতে পারে। তবে অনেকেই কোড জানাতে চাইছেন না। এ নিয়ে সচেতনতা জরুরি।’’
ইন্ডেনের পদক্ষেপ
• মোবাইলে গ্যাস
সিলিন্ডার বুক করার পরে বুকিং ও ক্যাশমেমো
তৈরির এসএমএস যায় গ্রাহকের ফোনে।
• ক্যাশমেমো সংক্রান্ত এসএমএসে বিশেষ কোড-ও (ডিএসি) থাকছে।
• সিলিন্ডার হাতে পাওয়ার পরে ডেলিভারি বয়কে সেই কোড জানাবেন গ্রাহক।
• ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে বুকিং করলে নথিভুক্ত মোবাইলে
যাবে কোডটি।
• মোবাইল না-থাকলে সিলিন্ডার দিয়ে সেখানেই ডেলিভারি বয় নিজের ফোনে অ্যাপে ক্যাশমেমো আপলোড করবেন।
• ঠিক গ্রাহকই সিলিন্ডার পাচ্ছেন, নিশ্চিত হতে এই পদক্ষেপ, দাবি সংস্থার।
• শুরু হয়েছে এই প্রক্রিয়া।
আরও পড়ুন: ‘ট্রোজান হর্স’! বিদ্যুৎক্ষেত্রে চিনা সরঞ্জাম আমদানি নয়
আরও পড়ুন: আবার ফিরল সেই টাকা ফেরানোর দৃশ্য, ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে কি? ধন্দ তৃণমূলেই