দোরাবজি টাটা ট্রাস্ট থেকে ইস্তফা খাম্বাটার

স্যর দোরাবজি টাটা ট্রাস্টের অছি-র দায়িত্ব ছাড়লেন ভারতের প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ও আইনজীবী দারিয়াস খাম্বাটা। গত ২৫ অক্টোবরই তিনি ইস্তফা দিয়েছেন বলে ই-মেলে জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০২:৪২
Share:

স্যর দোরাবজি টাটা ট্রাস্টের অছি-র দায়িত্ব ছাড়লেন ভারতের প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ও আইনজীবী দারিয়াস খাম্বাটা। গত ২৫ অক্টোবরই তিনি ইস্তফা দিয়েছেন বলে ই-মেলে জানিয়েছেন।

Advertisement

টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার পরিবারের সদস্যদের গড়া প্রধান ট্রাস্টগুলির মধ্যে রয়েছে এই দোরাবজি টাটা ট্রাস্ট। তাদের হাতে রয়েছে টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্সের ৬৬% শেয়ারের মালিকানা। খাম্বাটা ছিলেন এই ট্রাস্টের সাত ট্রাস্টি-র অন্যতম। বড় মাপের আর একটি ট্রাস্ট হল রতন টাটা ট্রাস্ট। ২৪ অক্টোবর সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পরেই পদত্যাগ করেছেন খাম্বাটা। তিনি অবশ্য এ নিয়ে মন্তব্য না-করে জানান, পেশাগত কাজের কারণেই এই সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement