Business News

৩১% কমল অশোধিত তেলের দাম, লাভ কতটা

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা ঘিরে আর্থিক মন্দার আশঙ্কায় অশোধিত তেলের দর কমছিলই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ০৪:৪৩
Share:

উদ্বেগ: বম্বে স্টক এক্সচেঞ্জের বাইরে নজর শেয়ার-সূচকে। সোমবার। ছবি: পিটিআই।

সম্ভাবনা ছিলই। তা সত্যি করে আজ বিশ্ব বাজারে অশোধিত তেলের দরে ‘রেকর্ড’ পতন ঘটল। গত তিন দশকের মধ্যে অশোধিত তেলের দাম এক দিনে এতটা পড়েনি। এর ফলে দেশের বাজারে পেট্রল-ডিজেলের দর আরও কমবে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা ঘিরে আর্থিক মন্দার আশঙ্কায় অশোধিত তেলের দর কমছিলই। এই অবস্থায় দামে স্থিতিশীলতা আনতে গত সপ্তাহে বৈঠকে বসে ওপেক গোষ্ঠী ও রাশিয়া। কিন্তু বৈঠক ভেস্তে যায়। এ দিন বাজার খোলার পরে অশোধিত তেলের দর এক সময়ে প্রায় ৩১% পড়ে যায়, ব্যারেল প্রতি দাম হয় ৩১.০২ ডলার। পরে অবশ্য দাম কিছুটা উঠে ৩৬ ডলার ছাড়ায়। অনেকেই মনে করাচ্ছেন, তেলের বাজারে ২০১৪-২০১৬ সালের পরিস্থিতির কথা। তখন মূলত আমেরিকার অশোধিত তেলের বাজার দখল করার লক্ষ্যে বিশ্বের বৃহত্তম দুই তেল উৎপাদনকারী দেশ— সৌদি আরব ও রাশিয়া তেলের উৎপাদন বাড়ানোয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই-তৃতীয়াংশ পড়ে যায়। তার পর উৎপাদন ছাঁটাইয়ের জন্য তিন বছরের চুক্তি করে তারা। এ বারও উৎপাদন ছাঁটাই নিয়ে সহমত নয় ওপেক গোষ্ঠী এবং রাশিয়া।

কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে গত ১২ দিনে লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম কমেছে যথাক্রমে ১.৩৭ টাকা ও ১.৪৩ টাকা। সংস্থাটি জানিয়েছে, আজ, মঙ্গলবার তা আরও কমছে যথাক্রমে ৩০ পয়সা ও ২৫ পয়সা করে। এর ফলে লিটার পিছু পেট্রল ও ডিজেলের দর হবে যথাক্রমে ৭২.৯৮ টাকা ও ৬৫.৩৪ টাকা।

Advertisement

আরও পড়ুন: ইয়েস: রাণার স্ত্রী এবং তিন মেয়ের নামে এফআইআর

তেলের দর

• দিনের এক সময়ে বিশ্ব বাজারে অশোধিত তেল প্রায় ৩১% পড়ে ব্যারেল প্রতি নামে ৩১.০২ ডলারে। এই পতন ২৯ বছরে সর্বোচ্চ
• আজ কলকাতায় আইওসির পাম্পে লিটার পিছু পেট্রল ও ডিজেলের দর যথাক্রমে ৭২.৯৮ ও ৬৫.৩৪ টাকা

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভারত জ্বালানির প্রায় ৮০ শতাংশই আমদানি করে। এখনও পর্যন্ত অশোধিত তেলের উৎপাদন ছাঁটাইয়ের আভাস মেলেনি। তা না-হলে তেলের দর নীচের দিকেই থাকার সম্ভাবনা। তবে এ ক্ষেত্রে আপাতত কাঁটা ডলারের সাপেক্ষে টাকার দাম। এ দিন প্রতি ডলারের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৭৪.১৭ টাকা। ডলারের তুলনায় টাকার দাম পড়লে অশোধিত তেল আমদানির খরচ বাড়তে পারে। তবে যে হেতু অশোধিত তেলের দামই বিপুল কমছে, তাই অন্তত সার্বিক ভাবে দেশের বাজারে আরও কিছুটা সুরাহা মিলবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement