BSE SENSEX

Share Market: আকস্মিক সুদ বাড়ানোর ধাক্কায় ৬.২৭ লক্ষ কোটি টাকা খোয়া গেল লগ্নিকারীদের

বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খণ্ডেলওয়ালেরও ব্যাখ্যা, সুদ বৃদ্ধির ব্যাপারে বাজারের প্রস্তুতি ছিলই। বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কও সুদ বাড়াচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ০৬:১১
Share:

প্রতীকী ছবি।

আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন দেশ সুদের হার বাড়ানোয় এত দিন ভারতীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে যাচ্ছিল বিদেশি মূলধন। অস্থিরতা বাড়ছিল। এ বার খাস দেশের বাজারে মূল্যবৃদ্ধির মোকাবিলায় রিজ়ার্ভ ব্যাঙ্ক আকস্মিক সুদ বাড়ানোয় সরাসরি তার প্রভাব পড়ল সূচকে। এক দিনে ২ শতাংশের বেশি পড়ল সেনসেক্স এবং নিফ্‌টি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, মূল্যবৃদ্ধিকে বাগে আনতে শীর্ষ ব্যাঙ্কের সুদ বৃদ্ধি অবশ্যম্ভাবীই ছিল। কিন্তু বুধবার বাজারে জীবন বিমা নিগমের (এলআইসি) প্রথম শেয়ার (আইপিও) খোলার দিনেই যে এমন পদক্ষেপ করা হবে, তা লগ্নিকারীরা ভাবতে পারেননি। উল্লেখ্য, এ দিন ভারতীয় সময় গভীর রাতে ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে আমেরিকার ফেডারাল রিজ়ার্ভ। ২২ বছরে যা সর্বোচ্চ বৃদ্ধি।

Advertisement

এ দিন প্রথম কয়েক ঘণ্টার লেনদেনেও সূচক ছিল আগের দিনের তুলনায় নীচে। দুপুরে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৪০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধির কথা ঘোষণা করার পর থেকেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। দিনের শেষে ১৩০৬.৯৬ পয়েন্ট খুইয়ে ৫৫,৬৬৯.০৩ অঙ্কে থামে সেনসেক্স। ৩৯১.৫০ পয়েন্ট নেমে নিফ্‌টি হয়েছে ১৬,৬৭৭.৬০। সবচেয়ে বেশি পড়েছে আবাসন, গাড়ি, ব্যাঙ্কিং ক্ষেত্রের শেয়ারগুলি। এ দিনের পতনের ফলে লগ্নিকারীদের ৬.২৭ লক্ষ কোটি টাকার পুঁজি মুছে গেল। বিদেশি লগ্নিকারীরা ৩২৮৮.১৮ কোটি তুলে নিয়েছেন। দেশীয় লগ্নি সংস্থাগুলি অবশ্য ঢেলেছে ১৩৩৮ কোটি টাকা।

বাজার মহলের বক্তব্য, সুদ বাড়লে শিল্পের মূলধন সংগ্রহের খরচ বাড়ে। আর্থিক বৃদ্ধি ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকে। এই সবের ফলে আরও মাথা নামাতে পারে শেয়ার সূচক। অনেকের প্রশ্ন, এই অবস্থায় কি এলআইসির আইপিও বিঘ্নিত হতে পারে?

Advertisement

দেকো সিকিউরিটিজ়ের ডিরেক্টর আশিস নন্দীর বক্তব্য, ‘‘সুদ বৃদ্ধি অবশ্যম্ভাবী ছিল। তবে এ দিনের ব্যাপারটা আকস্মিক। তাই বাজারে বেশি প্রতিক্রিয়া হয়েছে। তবে এলআইসির আইপিও নিয়ে সমস্যা হবে না।’’ বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খণ্ডেলওয়ালেরও ব্যাখ্যা, সুদ বৃদ্ধির ব্যাপারে বাজারের প্রস্তুতি ছিলই। বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কও সুদ বাড়াচ্ছে। কিন্তু হঠাৎ সুদ বৃদ্ধি হওয়ায় বাজারের এই প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘‘সুদ বাড়ায় ঋণপত্রের বাজার আকর্ষণীয় হবে। তবে একুইটি থেকে পুঁজি আরও সরে কি না, তা বোঝার জন্য আরও অপেক্ষা করতে হবে।’’ স্টুয়ার্ট সিকিউরিটিজ়ের চেয়ারম্যান কমল পারেখের কথায়, ‘‘মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক আরও কয়েক দফা সুদ বাড়াতে পারে। তবে বেশ কিছু শেয়ারের দাম এখনও যথেষ্ট উঁচুতে। বাজারে আরও সংশোধন হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement