ফাইল চিত্র।
কোভিড ১৯ অতিমারি হয়ে আছড়ে পড়েছিল ২০২০-’২১ সালে। গোটা বিশ্বের সঙ্গে ভারতের প্রতিটি রাজ্য, প্রান্ত দেখেছিল সেই অতিমারির ভয়াবহতা। স্বজন হারিয়েছেন বহু মানুষ। ২৪ মার্চ এ দেশে করোনার সংক্রমণের প্রাতিষ্ঠানিক ঘোষণার চার বছর পূর্ণ হচ্ছে। কোভিডে মৃতদের স্মরণে, তাঁদের শ্রদ্ধাজ্ঞাপনে ওই দিন বিকেল ৫টায় মোহরকুঞ্জে কোভিড কেয়ার নেটওয়ার্কের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলকে ওই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে হাজির হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
করোনায় অনেক সহনাগরিককে আমরা চিরতরের জন্য হারিয়েছি। প্রাতিষ্ঠানিক নিয়মের কঠোরতা এবং অন্যদিকে সামাজিক নির্লিপ্তির মধ্যে দিয়েই তাঁদের বিদায় জানাতে হয়েছে।বিজ্ঞানের প্রথা ও নিয়মতান্ত্রিকতার কাছে হেরে যেতে হয়েছিল নিকটজনের আবেগ প্রকাশের আকুতি এবং অধিকারকে। শেষযাত্রায় তাঁদের কারও বুকে আত্মীয়দের শোকাশ্রু পড়েনি, অস্পৃশ্যতার বেড়াজালে বন্দি হয়ে বিলীন হওয়ার সময় এই কোভিডে মৃত ব্যক্তিদের শেষশয্যায় তুলে দেওয়া হয়নি পুষ্পচন্দনের স্পর্শ।
সেই ভয়াবহতার দিন পেরিয়ে আজ আমরা অনেক ভাল আছি। কিন্তু যাঁরা সেই অতিমারির শিকার হয়েছেন, যাঁরা তাঁদের স্বজন হারিয়েছেন, কোভিডে মৃত্যু হওয়া সেই সব ব্যক্তিদের স্মরণ করা আমাদের কর্তব্য। তাই এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কোভিড কেয়ার নেটওয়ার্ক উদ্যোগে। সেই অনুষ্ঠানে সকলকে হাজির থাকার জন্য আহ্বানও জানানো হচ্ছে সংস্থার তরফে।