প্রতীকী ছবি
বহু সংস্থা ব্যাঙ্ক ঋণ শোধ না-করায় অনুৎপাদক সম্পদের সমস্যা সৃষ্টি হয়েছিল। যার বোঝায় এখনও নাস্তানাবুদ ব্যাঙ্কগুলি। এ বার কিছু সংস্থার বাজারে বন্ড (ঋণপত্র) ছেড়ে নেওয়া ঋণ শোধেও ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বহু দিন ধরে শ্লথ গতির গ্রাসে দেশের অর্থনীতি। ইন্ডিয়া রেটিংস ও রিসার্চের রিপোর্ট বলছে, এই দীর্ঘ ঝিমুনিই ওই সব কর্পোরেট সংস্থাকে দাঁড় করিয়েছে বন্ড মারফত নেওয়া প্রায় ১০.৫২ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপের ঝুঁকির মুখে। এগুলির মধ্যে রয়েছে, আবাসন, বিদ্যুৎ, টেলিকম, পরিকাঠামো, গাড়ি এবং গাড়ির অনুসারি শিল্প।
দেশে নাগাড়ে কমছে আর্থিক বৃদ্ধির হার। সম্প্রতি সরকারি পরিসংখ্যান জানিয়েছে, এই অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে তা প্রায় সাত বছরের তলানি ছুঁয়ে দাঁড়িয়েছে ৪.৭ শতাংশে। ইন্ডিয়া রেটিংসের রিপোর্ট বলেছে, অর্থনীতিতে এত লম্বা সময় ধরে চলা দুর্বলতা ঋণের টাকা শোধ করার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করেছে। কারণ বাজারে চাহিদা কমায় ধাক্কা খেয়েছে সংস্থাগুলির ব্যবসা। বিভিন্ন শিল্প সংস্থা বাজারে বন্ড ছেড়ে যে ঋণ নিয়েছিল, তার মধ্যে ১৬% বা প্রায় ১০.৫২ লক্ষ কোটি টাকা মেটানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে।