—ফাইল চিত্র।
আগামী ১ জুন থেকে উত্তরবঙ্গের চা বাগানে ১০০% শ্রমিক নিয়েই কাজ চালুর ছাড়পত্র দিল রাজ্য। তবে করোনা সংক্রান্ত সব সতর্কতাবিধি মেনে চলতে হবে বাগানগুলিকে। এই সিদ্ধান্ত খুশি বাগান মালিকদের সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ)। সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহা বলেন, ‘‘উৎপাদনের মরসুম শুরু হওয়ায় ১০০% শ্রমিক নিয়ে কাজের আর্জি জানিয়েছিলাম।’’ যদিও চা শ্রমিকদের জয়েন্ট ফোরামের আহ্বায়ক জিয়া উল আলমের দাবি, নির্দিষ্ট সতর্কতাবিধি না-থাকায় সংক্রমণের আশঙ্কা আছে। বাগান এলাকায় বাসিন্দাদের ঘরে জায়গা কম হওয়ায়, কেউ আক্রান্ত হলে তাঁকে হোম-কোয়রান্টিনের বদলে চিকিৎসা কেন্দ্রে রাখার বন্দোবস্ত করাও জরুরি। পাশাপাশি, বহু পরিযায়ী শ্রমিক বাগান এলাকায় ফেরায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও অরিজিৎবাবুর দাবি, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে ধাপে ধাপে বাগানের কাজকর্ম ও শ্রমিকের কাজে ব্যবহারে সায় দিয়েছিল রাজ্য। আইটিএ-র দাবি, তার পরেও মার্চ-মে মিলিয়ে অসম ও পশ্চিমবঙ্গে চা উৎপাদনে ঘাটতি হবে প্রায় ১৪ কোটি কেজি। টাকার অঙ্কে প্রায় ২১০০ কোটি। তাই সুদে ভর্তুকি-সহ নানা সুবিধা চেয়ে কেন্দ্র ও রাজ্যের কাছে ত্রাণের আর্জি জানিয়েছে তারা।