প্রতীকী ছবি
উৎপাদন, চাহিদা ও সরবরাহ— করোনার হানায় তিন দিক থেকেই বেসামাল ইস্পাত শিল্প। এ বার তাদের পাশে দাঁড়ানোর দাবি উঠল দেশে-বিদেশে। কেন্দ্রের কাছে বণিকসভা সিআইআইয়ের দাবি, আর্থিক ত্রাণ না-পেলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতের ইস্পাত সংস্থাগুলি আর ঘুরে দাঁড়াতেই পারবে না কখনও। অন্য দিকে, ব্রিটেনে ৫০ কোটি পাউন্ডের ত্রাণ প্যাকেজ চেয়েছে ভারতীয় সংস্থা টাটা স্টিল। ওয়েলসের পোর্ট ট্যালবটে ব্রিটেনের বৃহত্তম ইস্পাত কারখানা চালায় তারা। সিআইআই বলেছে, ইস্পাত কারখানায় উৎপাদন হচ্ছে যৎসামান্য। পরিকাঠামো-সহ এমন বহু ক্ষেত্রে কাজ বন্ধ, যেখানে কাঁচামাল হিসেবে ইস্পাত লাগে। কেউ বরাত দিলেও, তা সরবরাহের উপায় নেই। বিক্রি উধাও, অথচ বিপুল ঋণ ইস্পাত সংস্থাগুলির ঘাড়ে। বণিকসভাটির দাবি, যা অবস্থা, কেন্দ্রের ত্রাণ ছাড়া টিকে থাকা কঠিন।