Rahul Gandhi

ছোট শিল্পের পাশে দাঁড়াতে মাঠে রাহুল

ছোট শিল্পের জন্যই মাঠে নামলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৬:৫৩
Share:

ছবি পিটিআই।

নোটবন্দি। জিএসটি। এ বার করোনার হানা। ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের দুর্দশার ছবিটা একই। বুধবার এক সমীক্ষায় ইঙ্গিত, লকডাউনে ভারতের অর্থনীতি যে রকম ধাক্কা খেয়েছে, তার মাসুল গুনে কর্মকাণ্ড পুরোপুরি থেমে যেতে পারে প্রায় ৮০% এমন সংস্থার। অর্ধেকেরই কার্যকরী মূলধন মাস দুয়েকের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা। এই শিল্পকে দেওয়া প্রায় ২.৩২ লক্ষ কোটি টাকার ঋণের ঝুঁকি সর্বাধিক বলেও মত সংশ্লিষ্ট মহলের। এই অবস্থায় সেই ছোট শিল্পের জন্যই মাঠে নামলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে তাঁর দল গড়েছে উপদেষ্টা কমিটি। এর সদস্য রাহুল নিজেও। কমিটি ছোট-মাঝারি শিল্পকে চাঙ্গা করতে তৈরি করবে পুনরুজ্জীবন প্রকল্প। তার পর সেই সুপারিশ করবে কেন্দ্রকে। এ দিন এই শিল্পের আর্থিক ত্রাণের জন্য আমজনতার মতামতও চান রাহুল।

রাহুল বলেন, ‘‘কোভিড ছোট শিল্পকে ছাড়খাড় করেছে। তাদের ত্রাণ প্রকল্পে কী থাকা উচিত তা জানান। নির্দিষ্ট একটি ওয়েবসাইটের পাশাপাশি দলের সামাজিক মাধ্যমের মঞ্চেও জানানোর সুযোগ রয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: পথে ঘুরবে এটিএমের গাড়ি

অন্য দিকে, মূলত ছোট শিল্পের আর্থিক বোঝা কমাতে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কাছে একগুচ্ছ সুপারিশ করেছে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, তার মধ্যে ধার, অত্যন্ত খারাপ অবস্থায় থাকা কিছু ক্ষেত্রের জন্য এককালীন ঋণ পুনর্গঠনের সুবিধা, এনবিএফসি-র ক্ষেত্রে ঋণ শোধ ছ’মাস স্থগিত রাখার মতো প্রস্তাব রয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement