—ফাইল চিত্র।
সংস্থার ছ’জন কর্মীর শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ায়, এ বার দিল্লির কাছে নিজেদের কারখানা বন্ধ করে দিল স্মার্টফোন সংস্থা ওপো। এই মুহূর্তে সংস্থার তিন হাজার কর্মীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। তার ফলাফল যেমন হবে, সেই বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে।
সোমবার ওপোর তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘সংস্থার কর্মী এবং নাগরিকদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রেটার নয়ডার কারখানার সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছি আমরা। তিন হাজারের বেশি কর্মীর ডাক্তারি পরীক্ষা চলছে। ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি।’’
নোভেল করোনাভাইরাসের প্রকোপ সামাল দিতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন চলছে। তার জেরে এত দিন সংস্থার যাবতীয় কাজকর্মই বন্ধ রেখেছিল ওপো। নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হওয়ার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে এ মাসের শুরুতেই নতুন করে কাজকর্ম শুরু করে তারা। তার মধ্যেই এই বিপত্তির জেরে ফের কারখানার ঝাঁপ ফেলতে হল ওপোকে।
আরও পড়ুন: করোনা নিয়ে নিরপেক্ষ তদন্তের জোরদার প্রস্তুতি, সামিল ভারত-সহ ৬২টি দেশ
আরও পড়ুন: চতুর্থ দফার লকডাউনে কোথায় ছাড়, কোথায় নয়, দেখে নিন