Coronavirus Lockdown

করোনা আবহেই সারে ভর্তুকি ছাঁটাই

কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি পটাশ সারের ভর্তুকি প্রায় ৯ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৬:৪০
Share:

প্রতীকী ছবি।

পটাশ ও ফসফেট সারে কড়া হাতে ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। এর ফলে চাষিদের জন্য সারের দাম বেড়ে যাবে। ফলে তাঁদের আয়ও ধাক্কা খাবে বলে আশঙ্কা। করোনা-সঙ্কট ও লকডাউনের জেরে কেন্দ্রের রোজগার কমে গিয়ে রাজস্ব ঘাটতি মাত্রাছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঘাটতিকে বাগে আনার চেষ্টায় খরচ কমানোর জন্যই এই সিদ্ধান্ত বলে সরকারি সূত্রের খবর।

Advertisement

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি পটাশ সারের ভর্তুকি প্রায় ৯ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত দশ বছরে এই ভর্তুকি এত কমেনি কখনও। এই ভর্তুকির টাকা সার প্রস্তুতকারী সংস্থাগুলিকে দেওয়া হয়। যাতে বাজারে চাষিরা সস্তায় সার কিনতে পারেন।

সরকারি সূত্র বলছে, অধিকাংশ পটাশ বিদেশ থেকে কিনতে হয়। এমনিতেই ডলারের তুলনায় টাকার দাম কমায় আমদানির খরচ বেড়েছে। এ বার ভর্তুকি কমায় সার প্রস্তুতকারী সংস্থাগুলির সামনে সারের দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় থাকবে না।
মন্ত্রিসভার বৈঠকের পরে সরকার জানিয়েছে, চলতি অর্থবর্ষে সারের ভর্তুকির বহর ২২,১৮৬.৫৫ কোটি টাকায় নেমে আসছে। গত আর্থিক বছরে সেই অঙ্ক ছিল ২২,৮৭৫ কোটি টাকা। করোনার হানায় মাথা তোলা আর্থিক সঙ্কটের মধ্যেই চাষিদের জন্য সারের ভর্তুকি কমানোয় কৃষক সংগঠনগুলি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন: মুকেশের তাস এ বার ফেসবুক

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement