Coronavirus Lockdown

বেতনের আর্জি সরকারকে

কেন্দ্রের ‘অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা’ প্রকল্পের তহবিল থেকেও কর্মীদের বেতন মেটানোর আবেদন জানানো হয়েছে সরকারের কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৬:৩৩
Share:

প্রতীকী ছবি।

করোনার দাপটে বিশ্ব জুড়ে বেশির ভাগ বরাত বাতিল হয়েছে ভারতের পোশাক তৈরি ও রফতানিকারী সংস্থাগুলির। বিপুল লোকসানের মুখে তারা। এই অবস্থায় এই শিল্পের সংগঠন গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (জিইএমএ) দাবি, মার্চের বেতন মেটালেও, এপ্রিল ও মে মাসের বেতন দেওয়ার মতো অবস্থায় নেই পোশাক তৈরির সংস্থাগুলি। তাই সেই দায়িত্ব নিন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা। জিইএমএ-র সভাপতি বিজয় জিন্দল এ ব্যাপারে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হস্তক্ষেপ চেয়েছেন। কেন্দ্রের ‘অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা’ প্রকল্পের তহবিল থেকেও কর্মীদের বেতন মেটানোর আবেদন জানানো হয়েছে সরকারের কাছে।

Advertisement

এর আগে এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের এপ্রিল ও মে মাসের বেতন সরকার দেওয়ার ব্যবস্থা করুক, এই দাবি করে নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছে পোশাক রফতানিকারী শিল্পের আর এক সংগঠন অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (এইপিসি)। এ বার সেই একই আবেদন জানাল জিইএমএ।

আরও পড়ুন: মুকেশের তাস এ বার ফেসবুক

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement