প্রতীকী ছবি।
করোনার দাপটে বিশ্ব জুড়ে বেশির ভাগ বরাত বাতিল হয়েছে ভারতের পোশাক তৈরি ও রফতানিকারী সংস্থাগুলির। বিপুল লোকসানের মুখে তারা। এই অবস্থায় এই শিল্পের সংগঠন গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (জিইএমএ) দাবি, মার্চের বেতন মেটালেও, এপ্রিল ও মে মাসের বেতন দেওয়ার মতো অবস্থায় নেই পোশাক তৈরির সংস্থাগুলি। তাই সেই দায়িত্ব নিন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা। জিইএমএ-র সভাপতি বিজয় জিন্দল এ ব্যাপারে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হস্তক্ষেপ চেয়েছেন। কেন্দ্রের ‘অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা’ প্রকল্পের তহবিল থেকেও কর্মীদের বেতন মেটানোর আবেদন জানানো হয়েছে সরকারের কাছে।
এর আগে এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের এপ্রিল ও মে মাসের বেতন সরকার দেওয়ার ব্যবস্থা করুক, এই দাবি করে নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছে পোশাক রফতানিকারী শিল্পের আর এক সংগঠন অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (এইপিসি)। এ বার সেই একই আবেদন জানাল জিইএমএ।
আরও পড়ুন: মুকেশের তাস এ বার ফেসবুক
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)